সংখ্যায় সংখ্যায় দ. আফ্রিকা-শ্রীলঙ্কার লড়াই
শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে গত রাতে বিশ্বকাপে শুভসূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের পর রেকর্ড বইয়ে পরিবর্তন এসেছে বেশ কিছু জায়গায়। কী সেই পরিবর্তন? চলুন দেখে নেওয়া যাক–
৮
শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার গত রাতের এই জয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের বিপক্ষে প্রোটিয়াদের টানা অষ্টম জয়। নির্দিষ্ট এক দলের বিপক্ষে টানা এত জয় নেই কোনো দলের।
১
২০১২ সালের পর প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতল দ. আফ্রিকা। ২০১৪, ২০১৬, ২০২১ সালের আসরে হেরে বসেছিল দলটা, ২০২২ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টির বাগড়ায় জেতা ম্যাচ হাত ফসকে বেরিয়ে গিয়েছিল তাদের।
৭৭/১০
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অলআউট হয়ে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউটের নজির গড়ল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয় বারের মতো দুই অঙ্কে অলআউট হলো দলটা। এর আগে ২০১০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানে অলআউট হওয়াই ছিল তাদের সর্বনিম্ন।
৪/৭
বাংলাদেশকে একটা জায়গা থেকে ‘মুক্তি’ দিলেন আনরিখ নরকিয়া। ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তিনি ১০ রানে ৪ উইকেট নিয়ে গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার কোনো বোলারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিংয়ের নজির। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৭ রানে ৪ উইকেট নিয়ে নিজের রেকর্ডটাই ভেঙে দিলেন তিনি।
২০
দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টমান গতকাল ডট বল করেছেন ২০টা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ডট বল করার যৌথ রেকর্ড এটি। এর আগে ২০১০ বিশ্বকাপে কেমার রোচ আয়ারল্যান্ডের বিপক্ষে ও ২০১২ বিশ্বকাপে অজন্তা মেন্ডিস জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২০টা ডট বল।