বিশাল সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৫৪ পিএম | ২৪ অক্টোবর, ২০২৩

মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশের বোলাররা। কিন্তু পরবর্তীতে তা আর ধরে রাখতে পারেনি তারা। বরং প্রোটিয়া ব্যাটারদের ব্যাটিং দাপটে রীতিমত নাকানি চুবানি খাচ্ছে বাংলাদেশ। 

দলীয় ১০ রানেই মিরাজের বলে আউট হতে পারতেন প্রোটিয়া ব্যাটার রিজা হ্যান্ডরিকস। কিন্তু স্লিপ ফিল্ডার তানজিদ তামিমের ভুলে তা আর হয়নি। তবে টাইগারদের ব্রেক থ্রু এনে দিতে বেশি দেরি করেননি পেসার শরীফুল ইসলাম। দলীয় ৩৩ রানে হ্যান্ড্রিকসকে বোল্ড করেন তিনি। এরপরের ওভারেই ইনফর্ম ব্যাটার রাসি ভান ডার ডুসেনকে আউট করেন মেহেদি হাসান মিরাজ। যার ফলে, শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে এরপরই উইকেটের আরেক প্রান্ত ধরে খেলতে থাকেন ডি কক। তুলে নেন নিজের সেঞ্চুরি। এরপরই তার ব্যাটিং তোপে নাকাল বাংলাদেশের বোলাররা, যেন কারও কাছেই এই ব্যাটাররের আগ্রাসী ব্যাটিংয়ের কোনো জবাব নেই। খেলেছেন ১৭৪ রানের এক দানবীয় ইনিংস। অপরদিকে আরেক ব্যাটার হেনরিক ক্লাসেন অপরাজিত আছেন ৫৩ রানে। 

৪৫.১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ.৪ উইকেটে ৩০৯ রান। 

খেলার দুনিয়া | ফলো করুন :