টাইম জোন বিভ্রাটে কিউইরা
বিশ্বকাপে খেলতে ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের অপেক্ষায় আছেন কেন উইলিয়ামসনরা। তবে মাঠে নামার আগে বেশ বিপাকেই পড়ে আছে দলটা। টাইম জোন বদলালেও সেটার সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেননি দলের কেউ।
এই বিষয়টা জানিয়েছেন হেড কোচ গ্যারি স্টেড। তবে তিনি আশাবাদী দ্রুত জেট ল্যাগ এবং টাইম জোনের সমস্যা কাটিয়ে উঠবেন দলের ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজের টাইম জোন নিয়ে বিপাকে অবশ্য শুধু নিউজিল্যান্ডই নয়, আরও অনেক দলই। একই সমস্যায় ক্যারিবীয় ক্রিকেটারদেরও পড়তে হয় এশিয়ায় খেলতে এলে। যেমন কলকাতা নাইট রাইডার্সে খেলতে এসে সুনীল নারিন, আন্দ্রে রাসেলরাও অনেক রাত পর্যন্ত জেগে থেকে, পরের দিন সকালে ঘুমাতেন।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড দলের সমস্যা নিয়ে বলছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলতে আসলে এই রকমের সমস্যা হবেই। আমার যেটা মনে হয়েছে, ক্লান্তি একটা বড় সমস্যা। আমি অনেক ক্রিকেটারকে দেখেছি মাঝরাতে জেগে রয়েছে, যেটা প্রস্তুতির জন্য মোটেই ভালো নয়। তবে হাতে পর্যাপ্ত সময় থাকায় আমি আশাবাদী ক্রিকেটাররা সেই সমস্যা কাটিয়ে উঠবে।’
ফিন অ্যালেনের চোট নিয়ে তিনি বলেন, ‘আরও একটা বিষয় হল, ফিন অ্যালেন সুস্থ। গোটা দলে ১৫জনই ফিট, কোনও চোটাঘাতের ব্যাপার নেই। দলও এবারে যথেষ্ট ভারসাম্যযুক্ত এবং শক্তিশালী, ফল দল প্রথম ম্যাচের আগে পুরো তৈরি হয়ে যাবে।’