হারের দায় নিজের কাঁধেও নিলেন অধিনায়ক রোহিত
৩৭ বলে দলীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে তার ব্যাটেই। বাকি আর কোনো ব্যাটার পেরোতে পারেননি ২০ রানে গণ্ডিই। তবুও নেদারল্যান্ডসের বিপক্ষে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের দায় নিজের দিকেও নিলেন নেপাল অধিনায়ক রোহিত পোডেল।
গতকালের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে স্রেফ ১০৬ রানেই গুটিয়ে যায় নেপাল। সেই লক্ষ্যে পৌঁছাতে অবশ্য ১৯তম ওভার পর্যন্ত যেতে হয়েছে নেদারল্যান্ডসকে। পরে সেখানে ৬ উইকেটের জয়ের বিশ্বকাপ মিশন শুরু করে স্কট এডওয়ার্ডসের দলটি।
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামটিকে গতকাল খানিকটা সময়ের জন্য মনে হচ্ছিল নেপালের ত্রিভুবন। পুরো গ্যালারি ছিল নেপালি দর্শকদের দখলে। তবে সমর্থকদের জয়টা উপহার দিতে পারলো না রোহিত পোডেলের দল। এতে অবশ্য বিক্ষোভ করতে দেখা যায়নি নেপালি সমর্থকদের। হারের পরও দলের প্রতি জানিয়েছে সমর্থন।
রোহিতের ৩৫ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন করন ছেত্রী। এতে তার ব্যাট থেকে দলের সর্বোচ্চ না এলেও তার আরও ভালো করা উচিত ছিল বলে জানান রোহিত। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ব্যাটিংয়ের সময় পরিস্থিতি সত্যিই চ্যালেঞ্জিং ছিল। নেদারল্যান্ডস সত্যিই ভালো বোলিং করেছে। আমরা আরও কিছুটা ভালো করতে পারতাম (ব্যাটিংয়ে)। পিচে আমি অনেক নড়াচড়া করছিলাম এবং বোলারদের বিপর্যস্ত করার চেষ্টা করেছিলাম। তবে এমন শুরুর পর আরও ভালো করতে পারতাম।’
লক্ষ্যটা ১০৭ রানের মামুলি হলেও বোলাররা ম্যাচকে নিয়ে যায় ১৯তম ওভারে। এতে দলের বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি রোহিত। এদিকে মাঠে দর্শকদের এমন সমর্থনে তাদের প্রতিও জানিয়েছেন কৃতজ্ঞতা। ‘আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। মনে হচ্ছিল আমরা নেপালে খেলছি। আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ।’