গাভাস্কারের একাদশে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কোহলি

গাভাস্কারের একাদশে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কোহলি

 

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (বুধবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের যাত্রা শুরু করবে ভারত। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। ভারতে বিশ্বকাপ যাত্রা শুরুর সেই ম্যাচের আগে যেই আলোচনা জেঁকে বসেছে সেটি হলো রোহিতদের বিপক্ষে ওপেনিংয়ে নামছেন কে? যশস্বী জয়সওয়াল নাকি বিরাট কোহলি। দিন কয়েক আগে তো সাবেক অজি তারকা ম্যাথু হেইডেন ভারতের একাদশে রোহিতকে চারে নামিয়ে কোহলি ওপেনিংয়ে আনার পরামর্শ দেন। এবার ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও কোহলিকে চাইলেন ওপেনিংয়ে, তবে রোহিতের সঙ্গে। 

গাভাস্কার তো পুরো একাদশই একাদশই সাজিয়ে দিয়েছেন ভারতের। স্টার স্পোর্টসের প্রকাশ এক ভিডিও-তে আইরিশদের বিপক্ষে ভারতের একাদশ সাজিয়েছেন তিনি। সেখানে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। তিনে রেখেছেন জয়সওয়ালকে। 

চারে রেখেছেন সূর্যকুমার যাদবকে। ভারতের এই ফরম্যাটে সাধারণত চারেই ব্যাট করেন স্কাই। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পাঁচে রেখেছেন রিশাভ পান্তকে। ছয় ও সাতে আছেন দুই পেসার অলরাউন্ডার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শিবাম দুবে। বাকি চার জায়গায় রেখেছেন দুজন স্পিনার ও দুজন পেসার। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের পর একাদশের সেই দুই জায়গা যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের। 

এমন একাদশে কয়েকজনের জায়গা না পাওয়া নিয়ে উঠতে পারে আলোচনা। স্যামসন ছাড়াও চাহাল ও আর্শদীপকে অনেকেই চাইবেন একাদশে। এতে বিষয়টি সেই ভিডিওতে পরিষ্কার করেছেন গাভাস্কার। একাদশে এভাবে ব্যক্তিগতভাবে সাজালে কারো কারো পছন্দের খেলোয়াড় বাদ পড়বেই। ‘আমি এই একাদশ গড়া পছন্দ করি না। কারণ, এতে আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কারও না কারও পছন্দের খেলোয়াড় বাদ পড়বেই।’

সম্পর্কিত খবর