বিশ্বকাপ জেতার সর্বাত্মক চেষ্টা করব: মাহমুদউল্লাহ

বিশ্বকাপ জেতার সর্বাত্মক চেষ্টা করব: মাহমুদউল্লাহ

আর সবার বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে। আজ ভারত নামছে মাঠে, কাল পাকিস্তানও। তবে বাংলাদেশের ম্যাচের আগে অপেক্ষা আরও দুই দিনের।

তার আগে সময়টা অবশ্য ভালো নেই বাংলাদেশের। জিম্বাবুয়ের কাছে ম্যাচ হেরে বিশ্বকাপের বিমানে উঠেছিল দল, এরপর যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বড় হার… সব মিলিয়ে পরিস্থিতিটা আরও একটা বিশ্বকাপ ভরাডুবিরই ইঙ্গিত দিচ্ছে।

যদিও বাংলাদেশ সেসব গায়ে মাখছে না। দলের সবাই আছেন বেশ ফুরফুরে মেজাজে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, সব ভুলে বিশ্বকাপে তিনি আশা করছেন স্পেশাল কিছুর। এবার একই সুর ঝরে পড়ল মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে। জানালেন, বিশ্বকাপটা জিততে এবার নিজেদের সেরাটাই দেবে বাংলাদেশ।

ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনোটিতেই কখনো সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল ২০১৭ সালে। আর সর্বোচ্চ সাফল্য তিন এশিয়া কাপের ফাইনালে খেলা।

তবে এবার সে অধরা শিরোপাটা ছুঁতে যে কোনো কিছু করতে প্রস্তুত বাংলাদেশ, জানালেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বললেন, ‘ট্রফি জিনিসটার জন্য আমি বলব কিছুটা ভাগ্যেরও সহায়তা লাগে। আমরা কয়েকটা মেগা ইভেন্টের খুব কাছাকাছি গিয়েছিলাম। আনফরচুনেটলি আমরা পারিনি। ইনশাল্লাহ দিস টাইম উই উইল ট্রাই এভ্রিথিং উই ক্যান।’

তবে সে জন্য আগে গ্রুপ পর্বের বৈতরণীটা ভালোভাবে পেরোনো জরুরি। মাহমুদউল্লাহ তাই বড় করে দেখলেন শুরুটা ভালো করাকে। বললেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট, ইটস হার্ড টু সে। এটা পার্টিকুলার ডে তে যেকোনো টিমের গেম হতে পারে। আমাদের টিমের প্রিপারেশন আলহামদুলিলাহ উই হ্যাভ বিন ডুয়িং ওয়েল। লেটস সি। ইট অল ডিপেন্ডস হাও উই স্টার্ট। ইফ উই স্টার্ট ওয়েল ইনশাল্লাহ, উই আর গনা গো ফার ইনশাল্লাহ।’

এবারের বিশ্বকাপটা বাংলাদেশ খেলছে নাজমুল হোসেন শান্তর অধীনে। তার সম্পর্কে উঁচু ধারণাই পোষণ করলেন রিয়াদ। জানালেন, তার অধীনে ভালো করবে বাংলাদেশ। 

রিয়াদের ভাষ্য, ‘হি ইস এ ভেরি গুড লিডার। ভেরি গুড ক্যাপ্টেন, তার গেম সেন্স খুব ভাল। গেম এওয়ারনেস খুব ভাল। রিসেন্টলি সে ক্যাপ্টেন হিসেবে এপয়ন্টেড হয়েছে। উই নিড টু গিভ হিম টাইম এবং সি হাউ হি ডাস ইনশাল্লাহ। আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাল্লাহ ও বাংলাদেশের জন্য ভাল করবে।’

সম্পর্কিত খবর