কোনো ম্যাচ না খেলেই সিংহাসন ফেরত পেলেন সাকিব

কোনো ম্যাচ না খেলেই সিংহাসন ফেরত পেলেন সাকিব

গেল সপ্তাহে সাকিব আল হাসান পেয়েছিলেন খবরটা। তিন ফরম্যাটের কোনোটিতেই আর তিনি বিশ্বসেরা অলরাউন্ডার নন, এই খবর গেল বুধবার তাকে দিয়েছিল আইসিসি। তবে সপ্তাহটা না ঘুরতেই সাকিব আল হাসান তার সিংহাসনটা ফেরত পেয়েছেন। তাও আবার কোনো ম্যাচ না খেলেই!

এমনটা হয়েছে মূলত গত সোমবার রাতে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বদৌলতে। গেল সপ্তাহে সাকিবের জায়গাটা দখলে নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা। প্রোটিয়াদের বিপক্ষে তিনি বল হাতে পারফর্ম করেছেন। ৩.২ ওভার বল করে ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। কিন্তু ব্যাট হাতে তিনি ছিলেন ব্যর্থ। দুই বল খেলে তিনি ফিরেছেন রানের খাতা খোলার আগেই। যার ফলে তিনি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে নেমে গেছেন এক ধাপ। বর্তমানে তার অবস্থান দুইয়ে। 

তাতে লাভটা হয়েছে সাকিব আল হাসানের। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি দুইয়ে ছিলেন। হাসরাঙ্গার রেটিং পয়েন্ট কমে ২২২ হয়ে যাওয়ায় তিনি নেমে গেছেন দুইয়ে। আর ২২৩ পয়েন্ট নিয়ে সাকিব আবারও ফিরে পেয়েছেন তার শীর্ষস্থান। 

ওই শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর র‍্যাঙ্কিংয়ের আরও অনেক জায়গায় বদল এসেছে। সে ম্যাচে ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন আনরিখ নরকিয়া। প্রোটিয়া বোলারদের মধ্যে বিশ্বকাপ-সেরা বোলিং ফিগার এখন তার। ৩০ বছর বয়সী এই পেসার এমন বোলিংয়ের পর চলে এসেছেন আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে। ৯ ধাপ এগিয়ে তিনি আছেন ৮ম অবস্থানে। 

বোলিং দিয়ে আলো কেড়েছেন ফজলহক ফারুকীও। উগান্ডার বিপক্ষে ৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। তাতে তিনি চলে এসেছেন র‍্যাঙ্কিংয়ের ১০ম অবস্থানে। 

সে ম্যাচে আফগান ওপেনাররাও বেশ ভালো পারফর্ম করেছেন। রহমানউল্লাহ গুরবাজ আর ইবরাহিম জাদরান মিলে ১৫৪ রানের ওপেনিং জুটি দাঁড় করিয়েছিলেন উগান্ডার বিপক্ষে। দুজনেই এই ইনিংসের সুবাদে ৪ ধাপ এগিয়েছেন। ২০ বছর বয়সী গুরবাজ চলে এসেছেন ২০তম স্থানে, আর ইবরাহিম আছেন ২৪-এ।

সম্পর্কিত খবর