বিশ্বকাপের গ্রুপপর্ব পর্যন্ত সবচেয়ে বেশি ভ্রমণ শান্তদের
গ্রুপপর্বের চারটি ম্যাচ চারটি ভেন্যুতে খেলবে শ্রীলঙ্কা। সঙ্গে প্রথম ম্যাচের ভেন্যু নিউইয়র্কের নাসাউ কাউন্টি থেকে তাদের টিম হোটেলের দূরত্ব প্রায় দুই ঘণ্টার। এসব নিয়েই গত ৩ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা। তবে বাস্তবতা হচ্ছে, এমন অভিযোগ কার্যত করার কথা বাংলাদেশের ক্রিকেটারদের। কেননা তাদের চারটি ম্যাচ তিনটি ভেন্যুতে হলেও গ্রুপপর্ব পর্যন্ত শান্ত-সাকিবদের ভ্রমণ করতে হবে সবচেয়ে বেশি প্রায় ১০ কিলোমিটার দূরত্ব।
এবারই প্রথম ২০ দল নিয়ে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্রের তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের ছয়টি, এই মোট নয়টি মাঠে চলবে টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ। হাইব্রিড মডেলে দুটি ভিন্ন দেশে আসর চলায় স্বাভাবিকভাবেই দলগুলোকে পাড়ি দিতে হবে লম্বা পথ। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুগতে চলেছে নাজমুল হোসেন শান্তর দল।
২০ দলের মধ্যে কেবল স্কটল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডকে প্রস্তুতি পর্ব থেকে গ্রুপপর্বের শেষ পর্যন্ত দৌড়াতে হবে চারটি ভেন্যুতে। সম্প্রতি এক প্রতিবেদনে উইজডেন প্রকাশ করেছে দলগুলোকে গ্রুপপর্ব পর্যন্ত মোট কতটুকু দূরত্ব পাড়ি দিতে হবে। সেই তালিকার সবার ওপরে বাংলাদেশ। তাদের পাড়ি দিতে হবে ৯ হাজার ৯২১ কিলোমিটার পথ। সর্বনিম্ন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে পাড়ি দিতে হবে স্রেফ ৫০৫ কিলোমিটার।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছিল ডালাসের গ্র্যান্ড প্রেইরি ভিউ স্টেডিয়ামে। এরপর ভারতের বিপক্ষে খেলতে দল আসে নিউইয়র্কে। এবার বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ফের ডালাসে, আগামী ৮ জুন। এতেই নিউইয়র্ক থেকে ডালাসে পাড়ি জমাবে নাজমুল হোসেন শান্তর দল এবং গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে ফের পাড়ি জমাবে নিউইয়র্কে।
গ্রুপ ‘ডি’-এর শেষ দুটি ম্যাচ খেলতে এরপর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিন্সে পাড়ি জমাবে শান্ত -সাকিবরা। সেখানে কিংসটাউনের আরনোস ভ্যালে স্টেডিয়ামে যথাক্রমে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে তারা। যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবীয় দ্বীপ এই চক্র পুরা করতে বাংলাদেশ দলকে পাড়ি দিতে হবে সর্বোচ্চ ৯ হাজার ৯২১ কিলোমিটার পথ। দ্বিতীয় সর্বোচ্চ ৮ হাজার ৯৭ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হবে শ্রীলঙ্কাকে এবং তৃতীয় সর্বোচ্চ ৭ হাজার ৩৮০ কিলোমিটার পথ পাড়ি দিবে ডাচরা। বাকি ১৭টি দল পাড়ি দিবে অন্তত ৫ হাজার কিলোমিটারের কম দূরত্ব।
এক নজরে বিশ্বকাপের ২০ দল পাড়ি দিবে যতটুকু দূরত্ব।
দল |
মোট দূরত্ব (কিলোমিটার) |
বাংলাদেশ |
৯,৯২১ |
শ্রীলঙ্কা |
৮,০৯৭ |
নেদারল্যান্ডস |
৭,৩৮০ |
নেপাল |
৪,২১৪ |
কানাডা, যুক্তরাষ্ট্র, পাকিস্তান |
৩,৯২২ |
আয়ারল্যান্ড |
৩,৪৩৪ |
দক্ষিণ আফ্রিকা |
৩,৩০৬ |
ভারত |
১,৭১৭ |
ওয়েস্ট ইন্ডিজ |
১,৭০৯ |
আফগানিস্তান |
১,৫২১ |
পিএনজি, উগান্ডা |
১,২৪৬ |
স্কটল্যান্ড |
১,২৪২ |
অস্ট্রেলিয়া |
১,১৯৫ |
নামিবিয়া |
৯২৪ |
ওমান |
৮৯১ |
নিউজিল্যান্ড |
৬২৩ |
ইংল্যান্ড |
৫০৫ |