টস হার মানেই ভারতের ম্যাচ হার?

টস হার মানেই ভারতের ম্যাচ হার?

প্রথম বিশ্বকাপেই ভারত বাজিমাত করেছিল। তবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই শিরোপাজয়ের পর থেকে এখন পর্যন্ত আর কখনো শিরোপা জিততে পারেনি দলটা। এবার সে অধরা শিরোপার মিশনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছে ভারতীয় দল। 

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। তবে তার আগে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। টস হারলেই ভারত ম্যাচ হেরে যায়!

হ্যাঁ, তথ্যটা সত্যই। তবে তথ্যটা স্রেফ প্রত্যেক টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ৮ ম্যাচে ভারত জিতেছে ৫টিতে, হেরেছে ২টিতে আর একটি ম্যাচে কোনো ফল আসেনি। যে তিন ম্যাচে ভারত জিততে পারেনি, সেই তিনটি ম্যাচেই টসে হেরেছে দলটা। আজও যদি টসে হেরে বসে ভারত, তাহলে কি একটু হলেও মনে কু ডাক শুনবেন অধিনায়ক রোহিত শর্মা?

তবে অন্য তথ্যটা ভারতকে শান্ত করতে পারে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি খেলেছে দলটা, তার একটা ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার সবকটিতে জিতেছে ভারত। আজ সংখ্যাটা আটে উন্নীত করতে চাইবেন রোহিতরা। 

তার ওপর পূর্ণ সদস্যদের বিপক্ষে আইরিশদের পারফর্ম্যান্সকেও যোগ করতে পারেন সঙ্গে। শেষ পাঁচ ম্যাচের ৪টিতেই পূর্ণ সদস্যদের কাছে হেরেছে আয়ারল্যান্ড।

সম্পর্কিত খবর