বড় হারের প্রহর গুনছে বাংলাদেশ!

বড় হারের প্রহর গুনছে বাংলাদেশ!

লক্ষ্যটা ৩৮৩ রানের। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এত রান কখনো করেইনি বাংলাদেশ। জিততে হলে সাকিব আল হাসানের দলকে করতে হতো অতিমানবীয় কিছু, আর সেটা হতে হতো ইনিংসের শুরু থেকেই। তবে বাংলাদেশ হাঁটছে একেবারে ১৮০ ডিগ্রি উল্টোরথে। পাওয়ারপ্লে শেষের আগেই খুইয়ে বসেছে তিন উইকেট। পাওয়ারপ্লে শেষ হতে নেই আরও দুই উইকেট। ফলে ম্যাচের প্রায় ৩৫ ওভার বাকি থাকতেই বড় হারের শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ।

টসে হেরে ফিল্ডিংয়ে নেমে ৩৮২ রান হজম করে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল দলের। ৬ ওভারে উঠে এসেছিল ৩০ রান। তবে এরপরই শুরু ধসের।

তানজিদ তামিম ফিরলেন প্রথমে। মার্কো ইয়ানসেনের বলে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। এরপর নাজমুল হোসেন শান্তও একই ঢঙে ফেরেন সাজঘরে, তাও প্রথম বলেই। সাকিব আল হাসান এসে হ্যাটট্রিকটা ঠেকিয়েছেন বটে, কিন্তু ধস ঠেকাতে পারেননি। পরের ওভারেই তিনি ফেরেন। তিনিও ওই পেছনে থাকা হাইনরিখ ক্লাসেনের হাতেই তুলে দেন ক্যাচ, এবার শুধু বোলার বদলে গেল এই যা। 

মুশফিকুর রহিমের সঙ্গে মিলে লিটন দাস এরপর পাওয়ারপ্লেতে আর কোনো ভুল হতে দেননি। তবে পাওয়ারপ্লে শেষেই ফেরেন মুশফিক। এরপর লিটনও যখন ফিরলেন অল্পেতেই, তখন বড় হারের শঙ্কাটা আরও বড় হয়েই চলে আসে সামনে।

সম্পর্কিত খবর