আজই জয়াবর্ধনেকে ছাড়িয়ে যাবেন রোহিত?

আজই জয়াবর্ধনেকে ছাড়িয়ে যাবেন রোহিত?

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারত মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের। এই ম্যাচে ভারতের সামনে আছে বেশ কিছু মাইলফলক। অধিনায়ক রোহিত শর্মার সামনেও আছে রেকর্ডের হাতছানি।

অধিনায়ক রোহিত আজ টস করতে নামলেই বনে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি খেলেছেন ৯টি বিশ্বকাপে। সে ম্যাচেই তার সামনে সুযোগ থাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যাওয়ার। আজ ভারতের হয়ে ৫৪ রান করলেই মাহেলা জয়াবর্ধনেকে ছাড়িয়ে জায়গাটা নিজের করে নেবেন তিনি। 

তার আগে ৩৭ রান করলেই বনে যাবেন বিশ্বকাপে ১০০০ রান করা দ্বিতীয় খেলোয়াড়। প্রথম খেলোয়াড়টা আছেন তারই দলে। বিরাট কোহলির রান ১১৪১।

রোহিত শর্মার আগে মাইলফলক এই একটাই নয়। ৮ বিশ্বকাপে তিনি ৯১টি চার হাঁকিয়েছেন। আর ৯টা চার মারতে পারলেই চতুর্থ খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতায় ১০০টি চারের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। 

সবগুলো মাইলফলকই রোহিত শর্মা ছুঁয়ে ফেলতে পারেন আজ। তবে অধিনায়ক রোহিত বোধ হয় এর চেয়েও বেশি করে চাইবেন আরও একটা বিষয়। আর সেটা ভারতের জয়।

সম্পর্কিত খবর