তারকাকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু ভারতের

তারকাকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু ভারতের

বিশ্বকাপে ভারত আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ম্যাচে ভারত চমক দিয়েছে তাদের একাদশে। যশস্বী জয়সওয়ালকে ছাড়াই নেমেছে ভারত। 

টস জিতে রোহিত জানিয়েছেন, বাংলাদেশ ম্যাচের অভিজ্ঞতা কাজে দিয়েছে। বললেন, ‘এই ধরনের উইকেটে আমরা খেলেছি, তো আমরা জানি আমরা উইকেট থেকে কী চাইতে পারি। আমি জানি আমরা যে ধরনের উইকেটে অভ্যস্ত তা থেকে আলাদা হতে যাচ্ছে, কিন্তু খেলাটাই তো দিনশেষে এমন!’

ওদিকে স্টার্লিংয়ের কথা, ‘ভালো প্রস্তুতি নিয়ে এখানে এসেছি আমরা। নেদারল্যান্ডসে কিছুদিন হলো খেলেছি। আমাদের দলে একাধিক ম্যাচউইনার আছে। আমরা আজকের দিনে তাদের জ্বলে ওঠা দেখতে চাই। কন্ডিশনটাও খুব আগেভাগে বুঝতে হবে।’

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবার্নি, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল, বেন হোয়াইট

সম্পর্কিত খবর