বুমরাহদের তোপে আয়ারল্যান্ড গুটিয়ে গেল ৯৬ রানে

বুমরাহদের তোপে আয়ারল্যান্ড গুটিয়ে গেল ৯৬ রানে

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ভারত। এই ম্যাচ থেকে সহজ জয় তুলে নেওয়াই লক্ষ্য ছিল রোহিত শর্মার দলের। প্রথম ইনিংস শেষে মনে হচ্ছে ভারত আছে সে পথেই। দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে স্রেফ ৯৬ রানেই যে অলআউট করে দিয়েছেন যশপ্রীত বুমরাহ-হার্দিক পান্ডিয়ারা!

শুরুটা অবশ্য করে দিয়েছিলেন আরশদীপ সিং। তৃতীয় ওভারে পল স্টার্লিং আর অ্যান্ড্রিউ বালবার্নিকে ফিরিয়ে আইরিশদের ধসের শুরুটা করে দেন তিনি। এমন শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। 

আরশদীপের পর মঞ্চটার দখল নেন হার্দিক পান্ডিয়া আর যশপ্রীত বুমরাহ। লরকান টাকার, কারটিস ক্যামফার আর মার্ক অ্যাডেয়ারকে ফেরান পান্ডিয়া। ওদিকে বুমরাহ দখল নেন হ্যারি টেক্টরের উইকেটের। সঙ্গে মোহাম্মদ সিরাজও একটু পর যোগ দেন 'পার্টি'তে। 

চার পেসারের তাণ্ডবে দিশেহারাই হয়ে পড়ে আইরিশরা। ৫০ রানে খুইয়ে বসেছিল ৮ উইকেট। তবে শেষমেশ তারা ১০০ ছুঁইছুঁই রান পেয়েছে গ্যারেথ ডেলানির ব্যাটে চড়ে। ১৪ বলে ২৬ রানের ইনিংসে তিনি দলকে তিন অঙ্ক ছুঁইয়েই দিচ্ছিলেন আরেকটু হলে।

কিন্তু দলের শেষ ব্যাটার হিসেবে তার ইনিংসের ইতি হয় রান আউটের কাটায় পড়ে। আইরিশরা অলআউট হয় ৯৬ রানে। ভারতের সামনে লক্ষ্য পড়ে ৯৭ রানের।

সম্পর্কিত খবর