পিএনজিকে হারিয়ে উগান্ডার ইতিহাস
বিশ্বকাপে উগান্ডার উপস্থিতি এবারই প্রথম। নিজেদের দ্বিতীয় ম্যাচেই ইতিহাস গড়ে ফেলেছে দলটা। পাপুয়া নিউগিনিকে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৩ উইকেটে হারিয়ে তুলে নিয়েছে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচে জয়।
অথচ দুই দলের ফর্ম আর অভিজ্ঞতা উল্টো কথাই বলছিল। উগান্ডা প্রথম ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তানের বিপক্ষে। ওদিকে পাপুয়া নিউগিনি আরেকটু হলে হারিয়েই দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজকে। তার ওপর তাদের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা তো ছিলই। সব মিলিয়ে ফেভারিট ছিল তারাই।
শুরুতে ব্যাট করতে নেমে ফ্র্যাঙ্ক সুবুগার তোপের মুখে পড়ে পিএনজি। সঙ্গে আল্পেশ রামজানি, জুমা মিয়াজি আর কসমস কয়েটাও বোলিং করেছেন দুর্দান্ত। তাদের বোলিংয়ের সামনে পাপুয়া নিউগিনি দাঁড়াতেই পারেনি। দুই অঙ্ক ছুঁয়েছেন মোটে তিন ব্যাটার। দল অলআউট হয় ৭৭ রান তুলতেই।
জবাব দিতে নেমে উগান্ডা শুরুতেই কেঁপে ওঠে আলি নাওয়ের বোলিংয়ে। ৬ রানে তিন উইকেট খুইয়ে বসে দলটা। এরপর রামজানি, দীনেশ নাকরানিরাও আশা দেখাতে পারেননি দলকে। ২৬ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে বসে উগান্ডা। ৭৭ রানকেও তখন তাই মনে হচ্ছিল বুঝি দূর আকাশের তারা!
রিয়াজাত আলী শাহ অবশ্য তখনই বুক চিতিয়ে দাঁড়িয়ে যান। জুমা মিয়াগিকে সঙ্গে নিয়ে গড়েন ৩৫ রানের জুটি, যা উগান্ডাকে নিয়ে যায় জয়ের খুব কাছে। জুমার বিদায়ের পর সঙ্গী হিসেবে কিনিথ ওয়াসইয়াকে নিয়ে এগোতে থাকেন রিয়াজাত। জয় থেকে তিন রানের দূরত্বে তিনি বিদায় নেন বটে। তবে শেষটা করে দেন কিনিথ। তাতেই ৩ উইকেটের জয় নিয়ে ইতিহাস গড়ে ফেলে উগান্ডা।