ওমানকে হারিয়ে ট্রেবল মিশন শুরু অস্ট্রেলিয়ার
টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩, ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ গেল বছর জিতেছে অস্ট্রেলিয়া। এবার তাদের মিশনটা টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বের। সে মিশন অবশ্য অজিরা শুরু করেছে ভালোভাবেই। ওমানকে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে ৩৯ রানে।
ম্যাচের প্রথম এক ঘণ্টা বাদে পুরো ম্যাচটাতেই অস্ট্রেলিয়া ছড়ি ঘুরিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল যখন বোল্ড হলেন গোল্ডেন ডাক নিয়ে, ৫০ রানে অস্ট্রেলিয়া খুইয়ে বসে ৩ উইকেট। খানিকটা নড়বড়ে হয়ে গিয়েছিল ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে এরপর দলকে সে পরিস্থিতি থেকে উদ্ধার করেন মার্কাস স্টয়নিস, তাকে সঙ্গ দেন ডেভিড ওয়ার্নার। দুজন মিলে পরের ৬৪ বলে ১০২ রানের জুটি গড়েন। ওয়ার্নার ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলে বিদায় নিলেও স্টয়নিস ছিলেন একেবারে শেষ পর্যন্ত। ৩৬ বলে ৬৭ রানের এই ইনিংসই মূলত অস্ট্রেলিয়াকে নিয়ে গেছে লড়াকু পুঁজির কাছে। অস্ট্রেলিয়া ১৬৪ রান তোলে ৫ উইকেট খুইয়ে।
জবাবে ওমানকে কখনোই মনে হয়নি ১৬০+ রান তাড়া করার ইচ্ছে তাদের আছে। যাও ছিল, তাও উবে গেছে পাওয়ারপ্লেতে তিন উইকেট খুইয়ে ফেলার পর! মিচেল স্টার্ক শুরুটা করেছিলেন, এরপর ব্যাট হাতে আলো ছড়ানো স্টয়নিস বল হাতেও তুলে নেন দুই উইকেট। পাওয়ারপ্লে শেষ করে দুই ওভার না যেতেই ওমানের টপ-মিডল অর্ডার হাওয়া হয়ে যায় তাতে।
ধাক্কা সামলে ওমান আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে দলটার স্কোরকার্ড ১৩তম ওভার শেষে হয়ে যায় ৫৭/৬। তখন মনে হচ্ছিল তিন অঙ্কও বুঝি ছুঁতে পারবে না দলটা। সেখান থেকে আয়ান খান আর মেহরান খানের যথাক্রমে ৩০ বলে ৩৬ আর ১৬ বলে ২৭ রানের জুটিতে ভর করে ওমান তিন অঙ্ক পার করে। শেষমেশ তাদের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১২৫ রান তুলে।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মার্কাস স্টয়নিস। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, নাথান এলিস আর অ্যাডাম জ্যাম্পা।
সংক্ষিপ্ত স্কোর–
অস্ট্রেলিয়া ১৬৪/৫ (ওয়ার্নার ৫৬, স্টয়নিস ৬৭; মেহরান ২/৩৮)
ওমান ১২৫/৯ (আয়ান ৩৬, মেহরান ২৭; স্টয়নিস ৩/১৯, স্টার্ক ২/২০, জ্যাম্পা ২/২৪, এলিস ২/২৮)
ফল– অস্ট্রেলিয়া ৩৯ রানে জয়ী
ম্যাচসেরা– মার্কাস স্টয়নিস