বুড়ো সুবুগার ‘কিপটেমির’ রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি। দলও হেরেছিল। মহাগুরুত্বপূর্ণ পাপুয়া নিউগিনি ম্যাচেই তাই উগান্ডা দ্বারস্থ হলো ফ্র্যাঙ্ক সুবুগার। ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার মাঠে নেমেই দেখালেন ‘বুড়ো’ হাড়ের ভেল্কি, দল পেল ইতিহাস গড়া এক জয়। সুবুগা নিজে গড়লেন একাধিক রেকর্ড।
গায়ানায় আজ বৃহস্পতিবার পাপুয়া নিউগিনিকে ৭৭ রানে অলআউট করে উগান্ডা। জবাবে তারা এই রান তাড়া করে ফেলে ৩ উইকেট হাতে রেখে।
বল হাতে উগান্ডার তারকা ছিলেন ‘ফ্র্যাঙ্কো’, ৪ ওভারে ২ মেইডেনসহ ৪ রান খরচায় ২ উইকেট নেন সুবুগা। আর ব্যাট হাতে ৫৬ বলে ৩৩ রান করে দলকে তরিয়ে দেন রিয়াজাত আলী শাহ। দুজনেই উঠে গেছেন রেকর্ডের পাতায়।
৪৩ বছর ২৮২ দিন
আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামার সময় সুবুগার বয়স ছিল এই। এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘বুড়ো’ খেলোয়াড় তিনি। যদিও বিশ্বকাপ ইতিহাসে তার চেয়েও বেশি বয়সে খেলার নজির আছে একটা। সে রেকর্ড হংকংয়ের রায়ান ক্যাম্পবেলের। ২০১৬ বিশ্বকাপে তিনি ম্যাচ খেলেছিলেন ৪৪ বছর ৩৪ দিন বয়সে।
৪ ওভারে ৪ রান
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভারে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটা এই দুদিন আগেই ভেঙেছিলেন আনরিখ নরকিয়া। তবে সে রেকর্ডটা বেশি দিন টিকতে দিলেন না সুবুগা। আজ তিনি চার ওভারে দিয়েছেন ৪ রান। বিশ্বকাপে ৪ ওভারের কোটা পূর্ণ করা বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলিং এটা।
শ্রীলঙ্কার বিপক্ষে ডি গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকান পেসার নরকিয়া ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। আজন্তা মেন্ডিস, মাহমুদউল্লাহ ও ওয়ানিন্দু হাসারাঙ্গার রেকর্ড ভেঙেছিলেন তিনি। আজ তার রেকর্ডটাও ভেঙে দিলেন সুবুগা।
২
এক ম্যাচে একই বোলারের দুই মেইডেন! এমন নজির বিশ্বকাপে দেখা যায় না খুব একটা। সুবুগা আজ সেটাই করে দেখালেন। বনে গেছেন বিশ্বকাপের এক ম্যাচে দুই মেইডেন করা অষ্টম বোলার। এর আগে এই কীর্তি ছিল অজন্তা মেন্ডিস, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, গ্রায়েম সোয়ান ও শন টেইটের।
৩৩(৫৬)
রিয়াজাত আলী খানও ঢুকে গেছেন রেকর্ডবুকে। বিশ্বকাপের সবচেয়ে ধীরগতির ইনিংস এখন তারই। ৫৬ বলে ৩৩ রানের এই ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৫৮.৯২। কমপক্ষে ৩০ রান করা, কিংবা কমপক্ষে ৪০ বল খেলা ইনিংসের মধ্যে এটাই সবচেয়ে ধীরগতির। ২০২২ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে ৩১ রান করে এর আগের রেকর্ডটা গড়েছিলেন অ্যারন ফিঞ্চ।