সাকিবদের উড়িয়ে প্রোটিয়াদের রেকর্ডের মেলা

সাকিবদের উড়িয়ে প্রোটিয়াদের রেকর্ডের মেলা

প্রথম পাওয়ারপ্লে ছিল সাকিবদের দখলেই। সেখান থেকে ম্যাচ নিজেদের করেন নেন কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের জুটি। ৪০ ওভার শেষেও রানরেট ছিল ৬-এর নিচে। এরপরই শুরু হয় তাণ্ডব। রেকর্ডে যোগ হয় একের পর এক মাত্রা। সব মিলিয়ে প্রোটিয়াদের রেকর্ড বন্যার দিনে ৫০ ওভারে ৩৮২ রান তুলেছে তারা।

এর আগে বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ৩৫০ রান করার রেকর্ড ছিল অজিদের। ৭ বার এই কীর্তি গড়েছিল তারা। তাদের ছাড়িয়ে এই ক্ষেত্রে এখন শীর্ষে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশে বিপক্ষে ৩৮২ রানের এই ম্যাচে ৮ম বারের মতো ৩৫০ এর বেশি রান করলো প্রোটিয়ার।

ডি কক-ক্লাসেনরা আজ ছক্কা হাঁকিয়েছেন ১৯টি। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হয়েছে ২৫টি। বর্তমান চ্যাম্পিয়ন এই রেকর্ড গড়েছিল ২০১৯ আসরে। ২০১৯ বিশ্বকাপে এই রেকর্ড গড়ে ইংল্যান্ড। প্রোটিয়ারা আজ (মঙ্গলবার) সম্মিলিতভাবে নাম লেখাল দ্বিতীয় অবস্থানে। ১৯ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার সঙ্গে অবস্থান নিল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সর্বোচ্চ তিনবার ১৫০-এর বেশি রানের ইনিংস খেললেন  কুইন্টন ডি কক। তার আজকের ম্যাচে ১৭৪ রান আসরে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে ২টি করে ১৫০-এর ইনিংস খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন জস বাটলার ও অ্যাডাম গিলক্রিস্ট।

একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৮ রানের রেকর্ড গ্যারি কারস্টেনের। ডি ককের ১৭৪ রানের ইনিংসটি জায়গা করে নিয়েছে তালিকার দুইয়ে।

সম্পর্কিত খবর