বিশ্বকাপে প্রথম জয়ের পর উগান্ডা অধিনায়ক, 'এর থেকে স্পেশাল কিছু নেই'

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:৪২ পিএম | ০৬ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এই আসর দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে উগান্ডা। সেখানে আসরের প্রথম ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৩ উইকেটের জয় পায় আফ্রিকার দলটি। প্রথমবারের মতো বিশ্বকাপে নামা দলটির তাই এটি প্রথম বিশ্বকাপ ম্যাচের জয়, যা দলটির জন্য রীতিমত উৎসবের মতোই। উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবার কাছে জয়ের এই মুহূর্ত যেকোনো কিছুর চেয়েও স্পেশাল। 

গতকালের ম্যাচটি আগে বোলিংয়ে নেমে ফ্র্যাঙ্ক সুবুগার তোপে স্রেফ ৭৭ রানেই থামে পিএনজি। মামুলি সেই লক্ষ্যে পৌঁছাতে ১৯তম ওভারে ম্যাচ গেলেও শেষ পর্যন্ত ৩ উইকেটের ঐতিহাসিক জয় পায় উগান্ডা। 

ম্যাচ শেষের জয়ের সেই অনুভূতি জানিয়ে মাসাবা বলেন, ‘এটি বিশেষ জয় আমাদের জন্য। বিশ্বকাপের প্রথম জয় এর চেয়ে স্পেশাল হতেই পারে না। ছেলেরা যা করেছে আমি অনেক গর্বিত। বিশ্বকাপে নিজের দেশকে জয় এনে দেওয়া বিশেষ অনুভূতি। কী দারুণ এক যাত্রা! ক্রিকেটার ও দেশে বোর্ডের ৩-৪ বছরের পরিশ্রমের ফল। বিশ্বকাপে আসাটাই ছিল স্পেশাল, তবে এটি (প্রথমজয়) আরও বেশি স্পেশাল।’

ম্যাচটি শুরু হয়েছিল উগান্ডার স্থানীয় সময় রাত আড়াইটায়। অর্থাৎ ম্যাচ শেষ হয়েছে প্রায় ভোরের দিকে। তবে মাসাবা আগে থেকেই জানতেন তার বন্ধুরা সারা রাত জেগেই ম্যাচ দেখেছেন।  এবং মজার বিষয় হলো তার বন্ধুরা তাকে নাকি হুমকি দিয়ে রেখেছিল যেন তাদের কথা সম্প্রচারে মাসাবা বলে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেশে আমাদের সমর্থক অনেক বেশি। ভোরবেলা সাড়ে ৩টা বা সাড়ে ৪টা পর্যন্ত জেগে থাকা সহজ নয়। আমরা তাদের স্যালুট জানাই। আমার স্কুলের বন্ধুদের কয়েকজন তো আমাকে হুমকি দিয়ে রেখেছে, তাদের কথা যেন লাইভ টিভিতে বলি। সমর্থকদের বলব, আপনাদের অনেক ধন্যবাদ।’

খেলার দুনিয়া | ফলো করুন :