বিশ্বকাপে শিরোপা জয়েই নজর আমিরের

বিশ্বকাপে শিরোপা জয়েই নজর আমিরের

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই, ২০০৭ সালে ফাইনালে পৌঁছেছিল পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। তবে পরের আসরেই ইউনিস খানের নেতৃত্বে শিরোপা জেতে পাকিস্তান। এরপর থেকে পুরো এক যুগে ছয়টি আসরে আর ফাইনালেই উঠতে পারেনি তারা। 

তবে এর আগের ২০২২ আসরে শিরোপা জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছেছিল বাবর-রিজওয়ানরা। তবে সেবার ইংলিশদের কাছে শিরোপাটা খুইয়েছে তারা। এবারের মিশনটাও তাদের কাছে তাই শিরোপা খরা ঘোচানোরই। এমন লক্ষ্যের কথাই জানালেন দলটির তারকা পেসার মোহাম্মদ আমির। 

নবম এই আসরের প্রতিটা ম্যাচই জিততে চায় পাকিস্তান। অর্থাৎ, ফাইনাল জিতে শিরোপা জয়েই নজর তাদের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে এমনটাই জানালেন আমির। 

২০০৯ সালের পাকিস্তানের শিরোপা জয়ের সেই দলে ছিলেন আমির। এবং সেই দল থেকে ১৪ বছর পর এবারের ২০২৪ আসরে একমাত্র আমিরই আছেন। এতেই শিরোপা জয়ের সেই স্মৃতি ফিরিয়ে আরও একবার শিরোপা উঁচিয়ে ধরতে চান এই তারকা পেসার। 

আসরের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি দিয়ে আজ নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে ডালাসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেই ম্যাচ সামনে রেখে আমির বলেন, ‘আমরা মূলত নিজেদের নিয়েই ভাবছি। এখানে জিততে এসেছি। প্রতিটি ম্যাচই জিততে চাই।’

আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাট মানেই চ্যালেঞ্জিং ক্রিকেট। সেটি যদি হয় আইসিসির কোনো টুর্নামেন্ট, তবে চ্যালেঞ্জটা বেড়ে যায় আরও খানিকটা। সেই প্রসঙ্গ টেনে আমির বলেন, ‘আইসিসি টুর্নামেন্ট মানেই বড় চ্যালেঞ্জ। তবে আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবংপারফর্ম করতে প্রস্তুত আছি।’ 

সম্পর্কিত খবর