ফাইনালে হার, বুঝতেই তিন দিন লেগেছিল রোহিতের
আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। তাদের লক্ষ্যটা ভিন্ন কিছু নয়। বিশ্বকাপ জিতে দীর্ঘ এক যুগের শিরোপা খরা কাটানো। সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করছে রোহিত শর্মার দল। কেননা, এবার আর কোনো ভুল করতে চায় না ভারত। ফাইনালে হারের কষ্ট বেশ বুঝতে পেরেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আরও একটি বিশ্বকাপে এসে বিশ্বকাপ নিয়ে নিজের দুঃসহ অভিজ্ঞতার কথা আরও একবার শোনালেন তিনি।
গত বছরই নিজেদের মাটিতে হওয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল রোহিত শর্মার দল। সেই রাতটি কীভাবে পার করেছেন তিনি। সে কথায় এবার জানিয়েছেন রোহিত।
বিশ্বকাপ ফাইনালে হারার দুঃসহ সেই স্মৃতি টেনে রোহিত বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পরদিন ঘুম থেকে উঠে আমি বুঝতে পারিনি যে গতকাল কী হয়েছিল। আমার স্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম, গত রাতে যা হয়েছে তা একটি খারাপ স্বপ্ন ছিল তাই না? আমার মনে হয় আগামীকাল ফাইনাল হবে।’
রোহিত আরও বলেন, ‘আমার দুই থেকে তিন দিন লেগেছিল এটা বুঝতে যে আমরা ফাইনাল হেরেছি। আমরা মাত্র চার বছর পরে আরেকটি সুযোগ পাব।’
ফাইনাল ম্যাচের আগে হারের কথা চিন্তাও করেননি রোহিত। বলেন, ‘ফাইনালের আগে, হারের চিন্তাও আমাদের মাথায় আসেনি। সবাই বিশ্বাস করেছিল যে আমরা খুব ভালো ক্রিকেট খেলছিলাম এবং আমরা একই পথে ছুটব।’