পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র

  • নিউজরুম এডিটর
  • ০৯:০৬ পিএম | ০৬ জুন, ২০২৪

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়ে রেকর্ড রান চেজ করে ম্যাচ জিতেছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচেও টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতে আটকে দেওয়ার চেষ্টা করবে দলটি। পাকিস্তান অবশ্য সেরা দলটাকেই মাঠে নামিয়েছে এ ম্যাচে।

বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। যারা কিনা এই টুর্নামেন্টের আয়োজকও। স্বাভাবিকভাবেই তাই দর্শক সমর্থন বেশি পাবে যুক্তরাষ্ট্র। আর সেটাই পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিনা সেটাই এখন দেখার।

অবশ্য আরও একটি কারণে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে হচ্ছে পাকিস্তানকে। কেননা, কদিন আগেই যে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে তারা। তাছাড়া গ্রুপপর্বের প্রথম ম্যাচে কানাডার দেওয়া ১৯৪ রানের লক্ষ্য ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে যুক্তরাষ্ট্র। এমন দলকে তাই খুব একটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই পাকিস্তানের।

পাকিস্তান তাই নিজেদের সেরা একাদশটাকেই খেলাচ্ছে এই ম্যাচে। দলে রাখা হয়েছে চার পেসারকে। এর বাইরে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন শাদাব খান।


পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, আজম খান, ইফতেখার আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদী, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফ।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হরমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার, আলি খান।

খেলার দুনিয়া | ফলো করুন :