ভালো সময় থেকে এক ম্যাচ দূরে শাদাব-আজম

  • নিউজরুম এডিটর
  • ১০:১২ পিএম | ০৬ জুন, ২০২৪

টি-টোয়েন্টিতে সবশেষ ১২ ইনিংসে ৯.৭৭ গড়ে ৮৮ রান। ১১ ইনিংসে ১৫৯ রানের সঙ্গে ১৪ ইনিংসে ৯ উইকেট। এই দুই ক্রিকেটারের নাম আজম খান ও শাদাব খান। দু’জনেরই জায়গা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ দলে। যা নিয়ে প্রশ্ন তুলছে সমালোচকরা। অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির অবশ্য তাদের পাশে দাঁড়িয়েছেন। দর্শকদের হতাশ না হয়ে ধৈর্য ধরতে বলেছেন। জানিয়েছেন ভালো সময় থেকে মাত্র এক ম্যাচ দূরে এই দুই ক্রিকেটার।

আজম খান ও শাদাব খানকে নিয়ে আমির বলেন, ‘আমি সবসময় বলি যেই খেলোয়াড় পারফর্ম করেছে এবং নিজেকে প্রমাণ করেছে, সে কখনই তার সামর্থ্য নিয়ে সন্দেহ করে না। হ্যাঁ, ক্রিকেটে একটা ব্যাড প্যাচ আছে। আর এটা প্রত্যেক ক্রিকেটারের সাথেই ঘটে। কিংবদন্তিদের দিকে তাকালেও দেখবেন অতীতে কখনো কখনো তারাও ভালো পারফর্ম করতে পারে নি। আর শাদাব ও আজমের যোগ্যতা ও গুণমান নিয়ে কোনো সন্দেহ নেই। তারা সারা বিশ্বে খেলে এবং পারফর্ম করে। আমার মনে হয় তারা একটা ম্যাচ দূরে আছে। তারা যে ধরনের খেলোয়াড়, তারা একাই আপনাকে ম্যাচ জেতাতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভেঙেছেন আমির। দীর্ঘ ৫ বছর পর ফিরেছেন আইসিসির কোনো ইভেন্টে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিয়ে অন্য সবার চেয়ে তার রোমাঞ্চ অনেক বেশি। আমির নিজেও জানিয়েছেন টুর্নামেন্টে অংশ নিতে কতটা মুখিয়ে রয়েছেন তিনি।

আমির বলেন, ‘আমি এখানে খেলতে এবং ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে আছি। একজন ক্রিকেটার হিসেবে, সেটা লিগ ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট, দিন শেষে আপনাকে পারফর্ম করতে হবে। একজন সিনিয়র বোলার হিসেবে আমি সবসময় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। তবে নাসিম, হারিস বা শাহীনের দিকে তাকালে দেখা যাবে, তারা গত চার বছর ধরে ভালো পারফর্ম করছে। সুতরাং দলের জন্য ভাল পারফর্ম করা আমার জন্য অতিরিক্ত দায়িত্ব।’

খেলার দুনিয়া | ফলো করুন :