পাকিস্তানের কঠিন পরীক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে সিরিজ হারিয়ে যেন আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে রেকর্ড ১৯৪ রান তাড়া করে জিতেছে দলটি। এবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেও দলটির কঠিন পরীক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৬ ওভার শেষে ৬ উইকেট খরচায় ১২৫ রান। ফিফটির আগে চাপ বাড়িয়ে ফিরেছেন বাবর আজম। দলের শেষ স্বীকৃত ব্যাটার ইফতেখার আহমেদ আছেন উইকেটে। তার কাঁধে দলকে লড়াকু পুঁজি পাইয়ে দেওয়ার দায়িত্ব।
এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরান মোহাম্মদ রিজওয়ানকে। সৌরভ নেত্রাভালকারের বলে ৮ বলে ৯ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর উসখান খান ও ফখর জামান ফিরে যান দ্রুতই। ২৬ রানে ৩ উইকেট খুইয়ে কঠিন চাপে পড়ে যায় পাকিস্তান।
শাদাব খানকে নিয়ে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন অধিনায়ক বাবর আজম। শাদাব কিছুটা রান করলেও বাবর এখনও খোলসে বন্ধী হয়ে আছেন। যা বড় সংগ্রহের পথ থেকে ছিটকে দিচ্ছে পাকিস্তানকে। তবে পরবর্তীতে সেটা কতটা পুষিয়ে দিতে পারেন বাবর সেটাই এখন দেখার।
শাদাব খান এসে বাবর আজমের সঙ্গে জুটি বেধে সেই চাপ কাটান। দলকে বড় সংগ্রহের স্বপ্নটাও দেখাচ্ছিলেন তিনি। শাদাবকে দেখে হাত খুলতে শুরু করেছিলেন বাবার আজমও। তবে এরপর হঠাৎই ছন্দপতন। ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরতে হয় শাদাব খানকে। পরের বলেই সাজঘরের পথ ধরেন আজম খান। ফের চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ কাটিয়ে দলকে লড়াকু পুঁজি পাইয়ে দেওয়ার দায়িত্বটা বাবর আজম ও ইফতিখার আহমেদের। কেননা, দলের শেষ স্বীকৃত ব্যাটার যে তারাই। তবে সেই দায়িত্বটা পালন করতে পারেননি বাবর। ফিরেছেন ৪৩ বলে ৪৪ রান করে।
ডালাসে এদিন টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের সেরা একাদশটাই খেলাচ্ছে। দলে রাখা হয়েছে চার পেসারকে। এর বাইরে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন শাদাব খান।