বাবর-শাদাবের পর শাহিনের ব্যাটে চড়ে পাকিস্তানের ১৫৯
বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনটা আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করেছে পাকিস্তান। তবে এই ম্যাচে শুরুটা ভালো না হয়নি দলটার। এরপর বাবর আজম ও শাদাব খান, শেষে শাহিন শাহ আফ্রিদির ঝোড়ো ইনিংসে ভর করে ১৫৯ রানের লড়াকু পুঁজি পেয়ে গেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দেওয়া যুক্তরাষ্ট্র সে ম্যাচের মোমেন্টামটা আজও টেনে এনেছিল ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। বাবরের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটিটা ভাঙতে মাত্র ৮ বল সময় নিল। সৌরভ নেত্রভালকরের বলে রিজওয়ান বিদায় নেওয়ার ৬ বল পর উসমান খানও সাজঘরের পথ ধরলেন নসথুশ কেনিজের শিকার বনে। এক ওভার পর ফখর জামানের ইনিংসও যখন শেষ হলো এই কেনিজের হাতে, ২৬ রানে ৩ উইকেট খুইয়ে পাকিস্তান তখন রীতিমতো কাঁপছে।
সে ধাক্কাটা দলটা সামলায় অধিনায়ক বাবর আর শাদাব খানের ব্যাটে চড়ে। দুজন মিলে চতুর্থ উইকেটে ৭২ রান যোগ করেন মোটে ৪৮ বল খরচায়। বাবর সময়ের দাবি মিটিয়ে এক পাশ আগলে রেখেছিলেন, ওপাশে শাদাব খান চড়াও হচ্ছিলেন যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর। ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলে তিনি বিদায় নেন দলীয় ৯৮ রানে। এরপর আবারও একটা ধস। পরের বলেই আজম খান বিদায় নিলেন কেনিজের শিকার হয়ে।
বাবরও খুব বেশি দূর এগোতে পারেননি। ৪৪ রান করে তিনি বিদায় নেন দল যখন ১২৫ রানে দাঁড়িয়ে। খানিকটা আশা দেখানো ইফতিখার আহমেদও যখন সাজঘরমুখো হলেন ৩ ওভার পর, দলের রান তখন ১৩৭, লড়াকু পুঁজি পাওয়াটাকে খানিকটা কঠিন বলেই মনে হচ্ছিল।
এরপর থেকে পাকিস্তান ১৫৯ পর্যন্ত গেছে শাহিন আফ্রিদির ব্যাটে চড়ে। ২ ছক্কা আর ১ চারে ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলেন শাহিন। তাতেই পাকিস্তান তাদের ইনিংস শেষ করে ৭ উইকেটে ১৫৯ রান তুলে।