নতুন শুরুর প্রত্যয় শান্তর
যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতেই যেন দুঃসময়টা শুরু হয়েছিল। সিরিজ হার, এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বিশাল হার। সব মিলিয়ে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না আদৌ।
তবে ভারত ম্যাচ শেষেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন অতীত ভুলে বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা তার। তার খুব কাছে চলে এসেছে বাংলাদেশ। আর কয়েক ঘণ্টা পরই বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
বাংলাদেশের নিকট অতীত পক্ষে কথা বলছে না যেমন, তেমনি শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাসটাও খুব বেশি সমৃদ্ধ নয়। এই ধরুন দুই দলের সবশেষ সিরিজের কথা, ঘরের মাঠে বাংলাদেশ সিরিজটা হেরেছিল ২-১ ব্যবধানে। শেষ ম্যাচে তো রীতিমতো নুয়ান তুষারার পেসের সামনে নাকালই হতে হয়েছিল দলটাকে।
তবে কাল একটা নতুন দিন। এই নতুন দিনে নতুন শুরুর প্রত্যয় ঝরে পড়ল অধিনায়ক শান্তর কণ্ঠে। বললেন, ‘অতীতে ভালো সময় যায়নি, কাল পুরোপুরি একটা নতুন দিন। আমরা জানি না কে ভালো খেলবে, কে দলকে জেতাবে। তবে আমরা সবাই দলকে জেতানোর জন্যে প্রস্তুত, ১৫ জনের সবার ভেতর ওই অ্যাবিলিটিটা আছে।’
অতীতে থাকার মতো পরিস্থিতি নেই দলের। তবে শান্ত জানালেন, দল অনেক বেশি ভবিষ্যতের কথাও ভাবছে না। ভাবছে বর্তমানের কথা। তিনি বলেন, ‘কিন্তু যা বললাম, বেশি চিন্তা না করে যে পরিকল্পনাটা করেছি, সেটার বাস্তবায়ন করতে পারাটা, অনেক সামনের দিকে না তাকিয়ে বর্তমানে থাকাটা গুরুত্বপূর্ণ। সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, আশা করছি সবাই পরিকল্পনাটা বাস্তবায়ন করবে।’
বাজে সময়ে ভক্তসমর্থকদেরও হতাশায় ফেলেছেন ক্রিকেটাররা। কাল তাদের জন্য ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার তীব্র অভিপ্রায় শান্তর মনে। তিনি বলেন, ‘দর্শকদের প্রত্যাশা সবসময়ই থাকে। সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। সেটা থাকবে আশা করি। আমরাও চাই যত ভালো ক্রিকেট খেলে তাদের ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি। তবে গুরুত্বপূর্ণ হলো কীভাবে আমরা ওই ম্যাচে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারছি, আর আমাদের শক্তিমত্তার ওপর ভিত্তি করে ম্যাচটা খেলছি কি না। আমাদের শক্তির ওপর নির্ভর করে যদি আমরা খেলতে পারি, তাহলে আমরা খুব ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।’