বিশ্বকাপের পিচ নিয়ে কী ভাবছেন শান্ত? 

বিশ্বকাপের পিচ নিয়ে কী ভাবছেন শান্ত? 

বিশ্বকাপ শুরুর পর থেকে এখন পর্যন্ত লো স্কোরিং ম্যাচ কম হয়নি। ড্রপ ইন উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এতটাই যে খোদ আয়োজক আইসিসিকে বার্তা দিতে হয়েছে এজন্যে।

তবে তাতে কী! বাংলাদেশ তো এমন উইকেটেই খেলে অভ্যস্ত! মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মন্থর উইকেট নিয়ে আলাপ তো কম হয়নি! সেখানে ব্যাটিং করলে কারো ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, সাকিব আল হাসানের ওই উক্তিটা নিশ্চয়ই মনে আছে আপনার!

হোম অফ ক্রিকেটের উইকেটের সঙ্গে অবশ্য যুক্তরাষ্ট্রের উইকেটের ফারাক আছে বেশ কিছু। বাউন্স অসমান ওখানে, তবে স্পিনারদের সুবিধাটা একটু কমই। শুরুতে পেসাররা সহায়তা পান, তবে সে সময়টা পার করে ফেলতে পারলে বড় রানের সুযোগও কম থাকে না।

উইকেট দেখে শান্তর কী মনে হয়েছে, এমন একটা প্রশ্ন শ্রীলঙ্কা ম্যাচের আগে ধেয়ে গিয়েছিল অধিনায়ক শান্তর কাছে। জবাবে তিনি বলেন, ‘এই উইকেটে এক ম্যাচে ১৯৪ হয়েছে, আবার আজকে ১৫০ হয়েছে। তো কালকে খেলা শুরু করলেই বুঝব কত রানের উইকেট। ওভারল আমার কাছে নতুন বলে ব্যাট করাটা চ্যালেঞ্জিং মনে হয়েছে। কিন্তু অজুহাতের সুযোগ নেই।’

এমন উইকেটে করণীয় কী? শান্ত জানালেন উপায়টা। বললেন, ‘এ অসুবিধা কাটিয়ে কীভাবে দলকে ভালো শুরু এনে দিতে পারি, সেটাই ব্যাটারদের দায়িত্ব। বোলাররা সুযোগটা কাজে লাগিয়ে কীভাবে উইকেট তুলে নিতে পারছে সেটা গুরুত্বপূর্ণ। খেলা শুরুর পর খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে আমাদের। উইকেট নিয়ে খুব বেশি চিন্তার দরকার আছে বলে মনে করি না। নিজেদের স্কিলের ওপর বিশ্বাসটা রেখে এক্সিকিউট করাটা ইম্পরট্যান্ট।’

সম্পর্কিত খবর