ফর্মে ফিরতে যা করছেন শান্ত-লিটনরা

ফর্মে ফিরতে যা করছেন শান্ত-লিটনরা

বাংলাদেশ শেষ অনেক দিন ধরেই ভুগছে টপ অর্ডারের ব্যর্থতায়। মাঝে-সাঝে একটা দুটো ভালো জুটি হচ্ছে ওপেনিংয়ে, কিন্তু ধারাবাহিকতা নেই। যুক্তরাষ্ট্রে পা রাখার পর থেকে তো পরিস্থিতিটা আরও খারাপই হয়েছে। ধারাবাহিক ভাবে দলের ওপেনিং-টপ অর্ডার ব্যর্থ।

তবে এই ব্যর্থতার ঘেরাটোপ থেকে বেরোতে বাংলাদেশ চেষ্টাও কম করছে না। অনুশীলনে নাজমুল হোসেন শান্ত যেমন কাজ করছেন লিটন দাসকে সঙ্গে নিয়ে। সাকিব আল হাসানকেও দেখা গেছে এক সেশনে লিটনকে সঙ্গে নিয়ে টেকনিক শুধরে নেওয়ার কাজে। সব কাজের একটাই উদ্দেশ্য, বিশ্বকাপে এই ব্যর্থতার থাবা এড়ানো। 

যদিও এই প্রস্তুতি অপ্রতুল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। খোদ সাকিব আল হাসানই তো যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষে বলেছিলেন, অনুশীলনটা ঠিকঠাক মতো করেনি বাংলাদেশ! তার পর অবশ্য সপ্তাহ দুয়েক কেটে গেছে। এখন প্রস্তুতির বিষয়ে অধিনায়ক শান্তর কী মত?

তিনি বললেন, ‘আমরা সবাই ভালোভাবে প্রস্তুত। যতটুকু সুযোগ সুবিধা ছিল, আমরা সবটুকু নেওয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবেই, এর ভেতর থেকে ভালো জিনিসটা যতটুকু নেওয়া যায় আমরা চেষ্টা করেছি।’

চেষ্টাটা টপ অর্ডারই করছে বেশি, জানিয়েছেন শান্ত। সে চেষ্টার ধরনটা কেমন? বাংলাদেশ অধিনায়কের জবাব, ‘এটা ইন্ডিভিজুয়াল যেভাবে প্ল্যান করেছে। আমার দেখে যা মনে হয়েছে, বেশি বাড়তি কিছু চেষ্টা করেনি। যার যে শক্তি সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টাই করেছে।’ 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, দলের মানসিকতাতেই সমস্যা দেখছেন তিনি। শেষ দুই সপ্তাহে সে অবস্থান থেকেও সরে এসেছে দল, শান্ত জানালেন এবার। তিনি বলেন, ‘দল মেন্টালি খুব ভালো অবস্থানে আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ, সবাই একটু হলেও নার্ভাস থাকবে। ওটা কীভাবে হ্যান্ডেল করছি, সেটা গুরুত্বপূর্ণ। বেশ কিছু খেলোয়াড়ের আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, আশা করব তারা সেটা কাজে লাগাবে।’

সম্পর্কিত খবর