২০ দলের বিশ্বকাপ মনে ধরেছে উইলিয়ামসনের
ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মতো কোনো বিশ্বকাপ হচ্ছে ২০ দল নিয়ে। নতুন এই ফরম্যাট ইতোমধ্যেই দিচ্ছে রোমাঞ্চের আভাস। যুক্তরাষ্ট্র গেল রাতে হারিয়ে দিয়েছে বর্তমান রানার্স আপ পাকিস্তানকে। এমন রোমাঞ্চকর ম্যাচ এই একটাই হয়নি। বেশ কিছু লো স্কোরিং থ্রিলারের দেখাও মিলেছে এবারের বিশ্বকাপে।
সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই টি-টোয়েন্টির বিশ্বআসর জমে ক্ষীর। এমনটা মনে হচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনেরও। তিনি জানালেন, বড় পরিসরের এই টুর্নামেন্ট সুযোগ দিচ্ছে সব দলকেই।
তিনি বলেন, ‘এই ধরনের এক্সপোজার সব দলের জন্যই সুবিধা এনে দিচ্ছে। যখন আপনি টুর্নামেন্টে ঢুকবেন, তখন যে কোনো কিছুই হতে পারে, টুর্নামেন্টের সৌন্দর্য এটাই।’
এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে আয়োজনের প্রধান কারণ ছিল খেলাটার নতুন একটা ঠিকানা সৃষ্টি করা। উইলিয়ামসন মনে করছেন, খেলাটার প্রসারে এমন টুর্নামেন্ট বড় অবদান রাখবে। তার কথা, ‘দিনশেষে এমন ফরম্যাটের টুর্নামেন্ট ক্রিকেটের প্রসারের জন্য অসাধারণ একটা বিষয়।’
এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র খেলছে সহ-আয়োজক হওয়ার বদৌলতে। সেই দলটা দুই ম্যাচে দুই জয় তুলে নিয়েছে। সবশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে সুপার ওভারে। বর্তমানে অপরাজিত আমেরিকানরা আছে গ্রুপ ‘এ’র শীর্ষে, যেখান থেকে দুই দল যাবে সুপার এইটে।
উইলিয়ামসনের নিউজিল্যান্ড সে গ্রুপে নেই। তবে তাই বলে সে ম্যাচটা না দেখার ভুলটা করেনি তার দল। সে ম্যাচ নিয়ে উইলিয়ামসন বললেন, ‘এটা দারুণ একটা ম্যাচ ছিল। এই ধরনের টুর্নামেন্টে সব দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক আর না থাকুক, সবারই প্রতিভাবান খেলোয়াড় থাকে। নির্দিষ্ট দিনে আপনি কেমন খেলেন, তার ওপর নির্ভর করে বিষয়টা।’