ম্যাচ জিতিয়ে ছুটিটাও কি বাড়িয়ে নিচ্ছেন সৌরভ?

ম্যাচ জিতিয়ে ছুটিটাও কি বাড়িয়ে নিচ্ছেন সৌরভ?

ছুটিটা খুব সম্ভবত বাড়াতেই হচ্ছে সৌরভ নেত্রভালকারের। বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের শেষ ম্যাচ ১৪ জুন। বিশ্বকাপ খেলার জন্য ওরাকল টেকনিক্যাল স্টাফ সৌরভ ছুটি নিয়েছেন ১৭ জুন পর্যন্ত। ভারতীয় বংশোদ্ভূত এই পেসার ধরেই নিয়েছিলেন তার দল সুপার এইটে যাচ্ছে না। তাই ছুটিও এর বেশি নেওয়ার প্রয়োজন মনে করেননি।

ক্রিকেট দেখেন যারা সবাই অবশ্য ধরেই নিয়েছেন ভারত-পাকিস্তানই যাবে গ্রুপ এ থেকে পরের রাউন্ডে। কিন্তু গ্র‍্যান্ড প্রেইরিতে সৌরভরা পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর সমীকরণে উলটপালট। উঁকি দিচ্ছে ইউএসের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। বাকী দুই ম্যাচ আয়ারল্যান্ড এবং ভারতের বিপক্ষে।

যদি একটা ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সুপার এইটে দলে যাবে স্বাগতিকরা। অবশ্য সেই দুই ম্যাচে হারলেও তাকিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলের অন্যান্য সমীকরণের দিকে। আপাতত টেবিল টপার হয়েই স্বস্তিতে আছেন সৌরভরা।

যদি সুপার এইটে যায় দল সেক্ষেত্রে কমপক্ষে ২৫ তারিখ পর্যন্ত ছুটি বাড়াতেই হবে সৌরভকে। কারণ সুপার এইটের শেষ ম্যাচ মাঠে গড়াবে সেদিন। এরপরও হয়তো ২-৩ দিন তো সময় লাগবেই কর্মক্ষেত্রে ফেরার প্রস্তুতি।

টেক্সাসে অবশ্য সৌরভ একটা প্রতিশোধই নিলেন পাকিস্তানের বিপক্ষে। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, লিংকনে পাকিস্তানের বিপক্ষে হেরেছিলো ভারত। সেখানেও ছিলেন সৌরভ বল হাতে ছিলেন বেশ সফল। ৫ ওভারে ১৬ রান দিয়ে শিকার করেছিলেন দুই উইকেট। যদিও দল হেরেছিলো। টিম ইন্ডিয়ার জার্সিতে সেটাই ছিলো তার শেষ ম্যাচ৷

মজার ব্যাপার হচ্ছে সেই ম্যাচে পাকিস্তানের ওপেনার ছিলেন বাবর আজম। এবারও তাই। তবে এবার চার ওভারে ১৮ রানে দুই উইকেট শিকারের পাশাপাশি সুপার ওভারে চাপ সামলে একটা উইকেট শিকার করে ম্যাচের নায়ক সৌরভ নেত্রভালকার। এ যেনো মধুর প্রতিশোধ। ছুটিটা বোধহয় বাড়াতেই হচ্ছে এবার৷

সম্পর্কিত খবর