‘পাকিস্তানের সুপার এইট নিশ্চিত করা কঠিন’

‘পাকিস্তানের সুপার এইট নিশ্চিত করা কঠিন’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে পাকিস্তানের হার। এমন হারে বেশ বিপদেই পড়ে গিয়েছে পাকিস্তান। কেননা, সুপার এইটে যেতে গ্রুপপর্বে অন্তত তিনটি ম্যাচ জিততে হতো পাকিস্তানকে। আর সেটা এখন বেশ কঠিনই হয়ে গেছে দলটির জন্য। কেননা, দলটির পরবর্তী ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। এরপর আয়ারল্যান্ড ও কানাডার বিপক্ষেও খেলতে হবে পাকিস্তানকে। তাই সুপার এইটের সমীকরণটা বেশ কঠিনই হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। যা মানছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের এমন হারকে দুঃখজনক আখ্যা দিয়ে ওয়াসিম বলেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম, পাকিস্তানি সমর্থকরা আত্মবিশ্বাসী ছিল যে তারা জিতবে। তবে যেভাবে তারা ক্রিকেট খেলেছে কৃতিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতেই হবে। সুপার ওভারে ১৯ রান নেওয়া এক ওভারে ৩৬ রান পাওয়ার মতন। কাজেই পাকিস্তানকে সুপার ৮ এর যোগ্যতা অর্জনের জন্য এখান অনেক লড়াই করতে হবে। কারণ তাদের ভারত এবং আরও দুটি ভাল দলের বিপক্ষেও খেলতে হবে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের এমন হারের কারণ সম্পর্কে জানাতে গিয়ে ওয়াসিম বলেন, ‘আমি মনে করি খেলার টার্নিং পয়েন্ট সেটি ছিল… যেভাবে তারা প্রথম দিকে উইকেট পেয়েছিল। শাদাব এবং বাবরের মধ্যে একটি ছোট জুটি ছিল এবং তারপরে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করেনি। ফিল্ডিংও গড়পড়তা ছিল। সামগ্রিকভাবে পাকিস্তানের ক্রিকেটের মান ছিল মাঝারি মানের। জয়-পরাজয় খেলার একটা অংশ, আমরা সবাই জানি। কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করতে হয়, কিছু ক্যাচও মিস হয়েছে। তাই বলতে হবে এটা পাকিস্তানের জন্য খারাপ দিন ছিল।’

গ্রুপপর্বে পাকিস্তানের পরের ম্যাচ আগামী ৯ জুন রাত ৮ টা ৩০ মিনিটে। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এরপর আগামী ১১ জুন কানাডা ও ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান।

সম্পর্কিত খবর