‘সাউথ এশিয়ান ডার্বি’তে শনিবার মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা
২০০৭ বিশ্বকাপের সুপার এইটে এবং ২০২১ এর সুপার টুয়েলভে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। দুটোতেই বাংলাদেশের শোচনীয় পরাজয়। এবার টাইগাদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়েই। যারা অবশ্য নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে মিশন শুরু করেছে।
তবে টাইগারদের সুপার এইট মিশন এবার নির্ভর করছে এই ম্যাচের ওপরই। লঙ্কানদের যদি হারাতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেপাল এবং নেদারল্যান্ডসকে হারালেই নিশ্চিত হবে সুপার এইটের টিকিট৷ সেক্ষেত্রে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার ম্যাচটা হারলেও সমস্যা নেই।
তবে সাকিব-শান্তরা সবসময় যেভাবে বলে থাকেন টি-টোয়েন্টিতে বড় দল ছোট দল বলতে কিছু নেই সেই হিসেবে ছোটদলগুলো বাংলাদেশকে হারাক বা না হারাক বাংলাদেশ যদি প্রোটিয়াদের হারিয়ে দেয় সেক্ষেত্রে সুপার এইটের রাস্তা সহজ। তবে সাম্প্রতিক ফর্ম এবং বাস্তবতা বিবেচনায় ঢের পিছিয়ে বাংলাদেশ। সেক্ষেত্রে ভালো কিছু করতে হলে শ্রীলঙ্কাকে হারানোটা বেশি জরুরী। সেক্ষেত্রে নেদারল্যান্ডস এবং নেপালকে হারালেই শেষ আটে টাইগাররা।
যদিও মাত্রই আসর শুরু। অদূরে চিন্তা না করে শান্তদের মনোযোগ নিঃসন্দেহে রাত পোহানোর সাথে সাথে শনিবার ভোরের ম্যাচটা। সাম্প্রতিক সময়ে এশিয়ার ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেনো অন্যরকম আবহ। তার ওপর দুই দলেরই সাম্প্রতিক ফর্ম যাচ্ছেতাই।
লঙ্কানদের অনুপ্রেরণা মার্চেই বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ হারানো। অন্যদিকে বাংলাদেশের অনুপ্রেরণা ওয়ানডে বিশ্বকাপে তামিল সিংহদের হারানো। যদিও ফরম্যাট ভিন্ন। তবে এশিয়ান ডার্বিতে অনুপ্রেরণা খুঁজতে দোষ কোথায়?