গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ানোর ও সংকট কাটানোর সময় এখন
বাংলাদেশ ক্রিকেটের জন্য ৮ জুন শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন চলতি বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ। এই প্রথম ম্যাচেই গ্রুপের প্রধানতম প্রতিদ্বন্দ্বী শ্রীলংকার বিরুদ্ধে জয় উন্মুক্ত করে দিতে পারে আমাদের সুপার এইটে যাবার পথ। কিন্তু তার চাইতেও বড় বোধহয় বাংলাদেশ দলের ইমেজ পুনরুদ্ধারের ব্যাপারটি।
গত বেশ কিছুদিন যে মানের ক্রিকেট বাংলাদেশ খেলেছে তা মোটেই কাঙ্খিত ছিল না। আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে অনেক আলোচনা, সমালোচনা হয়েছে। সে কারণেই হয়তো নেপালও এখন বাংলাদেশের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখে!
শনিবারই সুযোগ, গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ানোর এবং এই ইমেজ সংকট থেকে বেরিয়ে আসার। বেরিয়ে আসার পথ কিন্তু একটিই। আর তা হচ্ছে ম্যাচে জয়। জয়ের কোনো বিকল্প নেই এই চিন্তা নিয়ে মাঠে নামা এবং ম্যাচের প্রতিটি মুহূর্তে যুদ্ধ করা। ম্যাচের গতিপথ হয়তো সব সময় নিজের দিকে থাকবে না কিন্তু সেটিকে ধৈর্য, একাগ্রতা ও পরিশ্রম দিয়ে ফিরিয়ে আনতেই হবে।
বড় কিছু অর্জন করতে হলে স্রোতের বিরুদ্ধে সাঁতরাতে হয়। বাংলাদেশকে কাল সেই কাজটিই করতে হবে। এটি কোনো দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ নয়। সে কারণেই প্রতিটি খেলোয়াড়ের উপর চাপ থাকবে বহুগুণ বেশি। আমরা যারা মাঠে বসে বা দূর থেকে খেলা দেখব তাদেরও ব্যাপারটি অনুধাবন করতে হবে।
খেলার আগের এই উদ্বেগ ভরা মুহর্ত গুলির কথা আমাদের সবার মনে রাখা উচিত। ভবিষ্যতে যেন আর ঘরোয়া ক্রিকেট, দল নির্বাচন, দলের প্রস্তুতি ইত্যাদি নিয়ে আমাদের আক্ষেপ করতে না হয়। আমরা চাইবো সেরা দল এবং সেরা প্রস্তুতি নিয়ে এইসব প্রতিযোগিতায় অংশগ্রহন করতে। তারপর যে ফলাফল হবে সেটি মেনে নিতে নিশ্চয়ই কারও আপত্তি থাকবে না।
দলের জন্য শুভকামনা!
লেখক: নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট কোচ মেন্টর ও বিশ্লেষক