মাহমুদউল্লাকে অপচয় করছে বাংলাদেশ, মনে করেন মিসবাহ

  • নিউজরুম এডিটর
  • ১০:৩৪ এএম | ২৫ অক্টোবর, ২০২৩

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের বড় হারের ম্যাচেও আলাদাভাবে নজর করেছেন মাহমুদউল্লাহ। ধ্বংসযজ্ঞের মধ্যে দাঁড়িয়ে দলকে নিয়ে গেছেন সম্মানজনক অবস্থানে। নিজে খেলেছেন ১১১ বলে ১১১ রানের অনবদ্য এক ইনিংস। এমন ইনিংসের পর সব মহল-থেকেই প্রশংসায় ভাসছেন মাহমুদউল্লাহ। একই সঙ্গে তাকে নিচের দিকে ব্যাট করতে পাঠানোই নিন্দাও হচ্ছে টিম ম্যানেজমেন্টের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক তো বলেই দিয়েছেন বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতে সুযোগ পেয়ে তিনটিতে ব্যাট করেছেন মাহমুদউল্লাহ। যেখানে ৯৯ গড় ও ১০১ স্ট্রাইকরেটে তার মোট রান ১৯৮। রানের বিচারে বাংলাদেশে তার ধারে কাছেও নেই কেউ। নিঃসন্দেহে এই মুহূর্তে ব্যাটিংয়ে বাংলাদেশ দলের প্রাণ মাহমুদউল্লাহ। অথচ টপ ফাইভেও ব্যাট করার সুযোগ হচ্ছে না তার। এখন পর্যন্ত ব্যাট করেছেন ৮, ৭ ও সবশেষ ৬ নম্বরে।

এই অবস্থায় টপ অর্ডার রান না কারায় তাকে উপরের দিকে সুযোগ করে দেওয়ার কথা বলছেন মিসবাহ। পাকিস্তানের একটি টিভি শো ‘এ স্পোর্টস’–এর প্যাভিলিয়ন অনুষ্ঠানে মিসবাহ বলছেন, ‘অসাধারণ খেলছে সে। ২০১৫ বিশ্বকাপেও মাহমুদউল্লাহ দুটি সেঞ্চুরি করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিল। আজও পেসের বিপক্ষে মাহমুদউল্লাহকে বেশ গোছানো মনে হয়েছে। এটি বিশ্বকাপে তাঁর তৃতীয় সেঞ্চুরি। সব কটিই ভালো প্রতিপক্ষের বিপক্ষে এসেছে। আমি আগেও বলেছি বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।’

মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন নিয়ে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘সে সাত নম্বরে নামার আগে ম্যাচ প্রায় শেষ হয়ে যায়। এমন দারুণ ফর্মে থাকলে আমার মতে তাকে আরও ওপরে ব্যবহার করা উচিত। বুঝতে পেরেছি আপনি তাকে ফিনিশারের ভূমিকা দিয়েছেন। কিন্তু দলের প্রয়োজন হলে কেন সেটা আপনি পরিবর্তন করবেন না? যেভাবে আজ সে শট খেলেছে, পিকআপ শট, এক্সট্রা কাভারের ওপর ছক্কা, মাহমুদউল্লাহ পরিপূর্ণ একজন ব্যাটসম্যান, আর অভিজ্ঞও।’

খেলার দুনিয়া | ফলো করুন :