ম্যাচটা আরও সহজে জেতা উচিত ছিল
‘একটা জয়ই দলের চেহারাটা বদলে দেবে’ – টুর্নামেন্ট শুরুর আগে কথাটা বলেছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ এবার তাদের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচটাই শুরু করল রুদ্ধশ্বাস এক জয় দিয়ে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অবশ্য তৃপ্ত শোনাল না! তার অভিমত, ম্যাচটা আরও সহজে জেতা যেত।
আসলেই তো! তাই তো হওয়া উচিত ছিল। গতকাল সংবাদ সম্মেলনে শান্তই বলেছিলেন, যে ব্যাটার উইকেটে সেট হবেন, তিনি যেন খেলাটা শেষ করে আসতে পারেন, এমনটা তার চাওয়া। আজ তো উইকেটে দুজন সেট ব্যাটার ছিলেন! দ্রুত তিনটা উইকেট খুইয়ে বসার পর লিটন দাস আর তাওহীদ হৃদয় মিলে গড়েছিলেন জুটি। আস্কিং রেটটা ৬ এর আশেপাশে ছিল, সিঙ্গেলস ডাবলসে ইনিংস গড়ছিলেন দুজনে। এরপর ওয়ানিন্দু হাসরাঙ্গার এক ওভারে তিন ছক্কা হাঁকিয়ে হঠাতই বাংলাদেশকে চালকের আসনে এনে দেন হৃদয়। এরপর তিনি বিদায় নেন, একটু পর লিটন দাসও।
দুজনের অবশ্য ভূয়সী প্রশংসাই করেছেন অধিনায়ক শান্ত। তার কথা, ‘লিটনের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল এটা। সে ধুঁকছিল। কিন্তু সে আজকে তার স্কিল দেখিয়েছে। সে আজকে দারুণ ব্যাট করেছে।’
অধিনায়কের প্রশংসা হৃদয়ও পেলেন, ‘হৃদয় বেশ সাহসী ব্যাটিং করেছে। যেভাবে সে খেলেছে ওই ওভারটা, তা সত্যিই আমাদের অনেক সাহায্য করেছে।’
তবে তারপর? খেলাটা জিততে আরও যে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ? ম্যাচটা ওই পর্যন্ত যেতে দেওয়া উচিত হয়নি বাংলাদেশের, অভিমত শান্তর। বললেন, ‘এই ধরনের উইকেটে আরও সহজে জেতা উচিত ছিল আমাদের।’
তবে দলের সবার নিবেদন, শরীরী ভাষার প্রশংসা করলেন শান্ত। বললেন, ‘আমাদের সবার বডি ল্যাঙ্গুয়েজ দারুণ ছিল। আমরা আমাদের সামর্থ্যের ১২০% দিয়েছি। শেষ ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম, ফিল্ডাররা তাদের কাজ করেছে বেশ ভালোভাবে। আমি মনে করি শ্রীলঙ্কা বেশ ভালো বল করেছে।’