ম্যাচ হেরে ব্যাটারদের কাঠগড়ায় তুললেন হাসারাঙ্গা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ রানে অলআউট শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সংগ্রহ ১২৪ রান। এই পুঁজি নিয়ে ম্যাচে জয় পাওয়া কঠিন। জয় পায়নি শ্রীলঙ্কাও। দুই ম্যাচের দুটিতেই হেরেছে দলটি। আর তাতে শঙ্কায় পড়ে গেছে শ্রীলঙ্কার সুপার এইটে খেলা। আর এমনটি হয়েছে দলটির ব্যাটারদের কারণেই। যা নিয়েই ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়লেন দলটির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। কাঠগড়ায় দাঁড় করালেন ব্যাটারদের।
প্রথম ম্যাচে ৭৭ রানে গুটিয়ে যাওয়ার পরও দক্ষিণ আফ্রিকাকে ১৬.২ ওভার পর্যন্ত খেলতে হয়েছে লঙ্কানদের বিপক্ষে। আর আজও তো বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল লঙ্কান বোলাররা। অমন চাপের মুহূর্তে মহামুদউল্লাহ তার অভিজ্ঞতা দিয়ে ম্যাচটা বের করে না আনলে নিশ্চিতভাবেই ম্যাচটা জিতে যেতে পারত লঙ্কানরা। আর সেটা কেবল তাদের বোলারদের জন্যই।
স্বাভাবিকভাবেই তাই ব্যাটারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন হাসারাঙ্গা। বলেন, ‘প্রথম ৮-১০ ওভার পর্যন্ত আমাদের ব্যাটাররা বেশ ভালো ব্যাট করেছে। আমার মনে হয় এরপর মিডল ওভারে আমরা ভালো ব্যাট করিনি। আমরা সবাই জানি আমাদের শক্তির জায়গা বোলিং। তবে সেটা তখন যখন ব্যাটাররা বোর্ডে ১৫০-১৬০ রান রাখতে পারবে। গত দুই ম্যাচ ধরেই আমাদের ব্যাটাররা খারাপ করছে। এটা কঠিন। আমরা প্রথম দুটি ম্যাচেই হেরেছি।’
এমন লড়াই করার জন্য বোলারদের প্রশংসা করেছেন লঙ্কান অধিনায়ক। সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন অলআউন্ডারদের বোলার হিসেবে ভূমিকা রাখতে না পারার কথা। হাসারাঙ্গা বলেন, ‘আমারা আমাদের চারজন প্রথমসারির বোলারদের দিয়ে বল করিয়েছি। আমার মনে হয় তারা তাদের কাজটি ঠিকভাবেই করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত অলরাউন্ডার দিয়ে আমাদের চারটি ওভার করাতে হয়েছে।’