লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে
বোলিংয়েই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোন কারন নাই। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়ার সবাই দারুন বোলিং করেছে। এর মধ্যে অবশ্যই রিশাদ একটু আলাদা কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ, তারপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিলো।চাপ সামলে দারুন ভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে, যদিও অনেক সময় বাকি।
মুস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো কারণ এর চেয়ে আইডিয়েল উইকেট ও হয়তো খুব কম পাবে।সাকিবের (জুনিয়র) সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে, এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে।
ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচ গুলোয় অনেক সাহস যোগাবে। তারপরও মনে করি এ ম্যাচ আরও হ্যান্ডস্যামলি জেতা উচিত ছিলো। যাই হোক দিনশেষে জয় জয়ই কারন, দল এমনিতেই ওনেক চাপে ছিলো।
যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো কারণ স্লো ট্রাক মানেই আমাদের সুযোগ সব সময়ই থাকবে।
অনেক কস্টের জয়,পরের গুলো সহজ হোক এই প্রত্যাশা।
ওহ রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার।
#মাশরাফি বিন মোর্ত্তজা, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক