সৌম্য সরকার যেন ‘শূন্য সরকার’!
এতদিন পর্যন্ত বড্ড একাকী ছিলেন পল স্টার্লিং। সেই ২০০৯ সালে ক্রিকেট শুরু করেছেন। অথচ, এতদিনেও তাকে ছুঁতে পারেনি কেউ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার মুকুট সেই যে তার মাথায় উঠেছে, তা গতকাল অবধিও ছুঁতে পারেনি কেউ। আয়ারল্যান্ড অধিনায়ক স্টার্লিংয়ের সেই একাকীত্ব অবশেষে ঘুঁচল।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে স্টার্লিংয়ের একাকীত্ব দূর করলেন বাংলাদেশের সৌম্য সরকার। কেবল দূর করলেন না স্টার্লিংকে রীতিমতো ছাড়িয়ে গেলেন সৌম্য। গড়লেন সর্বোচ্চ সংখ্যক ১৩তম বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। যেন স্টার্লিংকে বললেন অনেক হয়েছে বস। আমি আছি তো। এবার না হয় শূন্য রানের মুকুটটা আমার মাথায় পরিয়ে দিন।
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই এই রেকর্ডটি নিজের করে নিলেন সৌম্য। যেন এই রেকর্ডটির জন্য তর সইছিল না তার। তাই মাঠে ফিরেই বড্ড তাড়া। যেন রেকর্ডটি তার চাই-ই চাই, আর সেটা যত দ্রুত সম্ভব। সৌম্য ফিরলেন ঠিক ইনিংসের তৃতীয় ও নিজের খেলা দ্বিতীয় বলেই। ধনঞ্জয়া ডি সিলভার বল মিড অনে দাঁড়ানো লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে তুলে দিলেন। যেন সেই সঙ্গে বললেন, এই নিন এবার উদযাপন করুন। আর আমাকেও মুকুট পরার সুযোগ করে দিন।
সৌম্য সরকারের যত ডাক
রান বল প্রতিপক্ষ সময়
০ ২ শ্রীলঙ্কা ৭ জুন ২০২৪
০ ১ যুক্তরাষ্ট্র ২৩ মে ২০২৪
০ ২ জিম্বাবুয়ে ৩০ অক্টোবর ২০২২
০ ১ দ. আফ্রিকা ২ মে ২০২১
০ ২ অস্ট্রেলিয়া ৪ আগস্ট ২০২১
০ ১ ভারত ১০ নভেম্বর ২০১৯
০ ১ আফগানিস্তান ১৫ সেপ্টেম্বর ২০১৯
০ ১ ওয়েস্ট ইন্ডিজ ৩১ জুলাই ২০১৮
০ ৪ শ্রীলঙ্কা ১৮ ফেব্রুয়ারি ২০১৮
০ ১ নিউজিল্যান্ড ৩ জানুয়ারি ২০১৭
০ ২ পাকিস্তান ১৬ মার্চ পাকিস্তান
০ ৩ শ্রীলঙ্কা ২৮ ফেব্রুয়ারি ২০১৬
০ ০ পাকিস্তান ২৪ এপ্রিল ২০১৫
আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিংয়ের চেয়ে অবশ্য সৌম্য এখানে বেশ এগিয়েই থাকবেন। কেননা, টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়তে স্টার্লিংকে খেলতে হয়েছে ১৫ বছর ও ১৪৪টি ম্যাচ। অন্যদিকে সৌম্য সেটা নিজের করে নিয়েছেন মাত্র ৯ বছর ও ৮৪ ম্যাচের ক্যারিয়ারে। সৌম্যকে কি এই জন্য স্টার্লিং একটা ধন্যবাদ দেবেন না। না দিয়ে উপায় আছে কোনো? সৌম্য সরকার যে এখন ‘শূন্য’ সরকার।
এক্ষেত্রে বেশ ধারাবাহিকতার ছাপও রাখছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হওয়ার পর এক ম্যাচ না যেতেই ফের ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শূন্য। এবার বিশ্বকাপের মূল ম্যাচেও শূন্য। বাংলাদেশি ব্যাটারদের এমন ধারাবাহিকতা খুব কমই তো চোখে পড়ে। যা সৌম্য সরকার নিয়মিত করে দেখাচ্ছেন। তাই এবার তাকে সুযোগ দেওয়া যাক হ্যাটট্রিকের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১০ জুন সুযোগ পেলে হয়তো এবার সেটাও করে দেখাবেন সৌম্য। সে অপেক্ষাতেই না হয় থাকা যাক...