অবশেষে বাংলাদেশ একজন লেগস্পিনার পেল!

অবশেষে বাংলাদেশ একজন লেগস্পিনার পেল!

লেগ স্টাম্পের বাইরে পিচ করা একটা বল ডানহাতি ব্যাটারের স্কয়ার আপ অঞ্চল দিয়ে যাওয়ার সময় ব্যাটে লেগে স্লিপে ক্যাচ। আবার মিডল স্টাম্পে পিচ করে ব্যাটারকে পরাস্ত করে উইকেট আদায় করে নেওয়া। কখনো বা গতি পরিবর্তন করে গুগলি দিয়ে ব্যাটারকে বড় শট খেলার প্রলোভন দেখিয়ে বাউন্ডারিতে ক্যাচ বানানো। লেগস্পিনারদের কাছ থেকে যা দেখা যায় হরহামেশায়।

অথচ, গত কয়েক দশক ধরে বাংলাদেশি লেগস্পিনারদের জন্য এই ডেলিভারিগুলো ছিল স্বপ্নের মতো। যেখানে অন্য দলগুলোকে ম্যাচ জিতিয়ে দিচ্ছেন লেগ স্পিনাররা। সেখানে লেগ স্পিন বাংলাদেশের জন্য ছিল এক আক্ষেপের নাম। অবশেষে বাংলাদেশের লেগ স্পিনের দুর্দিনে আশার আলো হয়ে ধরা দিয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিনারদের স্বপ্নের সব ডেলিভারিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কান ব্যাটারদের বোকা বানিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর তাতেই মনে হচ্ছে অবশেষে একজন লেগস্পিনার পেল বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে মধ্য ওভারে যখন উইকেটে জমে গেছে শ্রীলঙ্কার দুই ব্যাটার চারিথ আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। তখন ১৬ তম ওভারটি করতে আসেন রিশাদ। প্রথম বলেই আসালাঙ্কাকে মেরে খেলতে প্রলুব্ধ করেন। আর বাউন্ডারিতে নিজের প্রথম শিকার বানান। দ্বিতীয় বলটি করেন সদ্য উইকেটে নামা লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে। লেগস্পিনারদের স্বপ্নের ডেলিভারেতি স্লিপে ক্যাচ বানান হাসারাঙ্গাকে। ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। এরপর পরের ওভারে এসে ফিরিয়েছেন ধনঞ্জয়াকেও। ২২ রানে শিকার করেছেন মহামূল্যবান ৩ উইকেট। ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন শ্রীলঙ্কাকে। যা তাকে করেছে ম্যাচসেরা।

নিজের প্রথম বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ম্যাচসেরা রিশাদ। এমন একজন স্পিনারের প্রশংসা না করে তাই পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। রিশাদকে নিয়ে তিনি বলেন, ‘সে আজ বল হাতে অসাধারণ ছিল। গত কয়েকটি সিরিজেই সে উন্নতি করছে। সে অনেক অনুশীলন করে। সে খুব ভালো প্রস্তুতি নেয়। এটা ভালো লাগছে যে অবশেষে আমাদেরও একজন লেগস্পিনার আছে।’

রিশাদকে নিয়ে শান্ত আরও বলেন, ‘আমি তার সম্পর্কে সবসময়ই আত্মবিশ্বাসী ছিলাম। সে একজন উইকেটশিকারী বোলার। একজন লেগস্পিনারকে খেলা সহজ নয়। তারা একটি বা দুটি বাউন্ডারি দিতে পারে, কিন্তু তাদের সবসময় উইকেট নেওয়ার ক্ষমতা থাকে। সে তিনটি উইকেট নিয়ে অধিনায়ক হিসাবে আমার ইচ্ছা পূরণ করেছে।’

সম্পর্কিত খবর