‘সে কখনোই শিখবে না, কমন সেন্সের ঘাটতি আছে’

  • নিউজরুম এডিটর
  • ০৫:৪২ পিএম | ০৮ জুন, ২০২৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভার থ্রিলারে হেরে বসেছে পাকিস্তান। আর তাতেই শঙ্কায় পড়ে গেছে দলটির সুপার এইটে খেলা। আর এই অবস্থায় ক্রিকেটারদের নিয়ে হচ্ছে সমালোচনা। সেই সমালোচনার বড় অংশ হারিস রউফের দিকে। কেননা, শেষ ওভারে ১৪ রান আটকাতে হতো তাকে।

আর সেই কাজটিও করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই তাই হারিসের ওপর ক্ষোভ পাকিস্তান সমর্থকদের। হারিসের এমন বোলিংকে কমন সেন্সের অভাব হিসেবে দেখছেন দেশটির সাবেক ক্রিকেটার সালমান বাট। সেই সঙ্গে কঠোর সমালোচনা করেছেন হারিসের।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সবচেয়ে বেশি ৩৭ রান খরচ করেছেন রউফ। তুলেছেন মোটে ১ উইকেট। তার এমন বোলিং নতুন কিছু নয় বলে জানিয়ে এক ইউটিউব পডকাস্টে বাট বলেন, ‘এত আশ্চর্য হওয়ার কিছু নয় যে সে এত রান দিয়েছে। কারণ সে বোলিংয়ের সময় মাঠের দিকে তাকায় না এবং সে অনুযায়ী বোলিং করে না। মিড অফ যখন বৃত্তের ভিতরে থাকে তখনও সে ফুল বল করে এবং শেষ বলে বাউন্ডারি খায়। আপনি দেখতে পারেন অধিনায়কও তার ওপর চেঁচিয়েছে।’

হারিসের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে বাট বলেন, ‘তার কিছু অদ্ভুত স্টাইল আছে যখন সে বল করে তখন হঠাৎই মাথায় হাত দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। মনে হয় শেয়ার বাজারে তার ক্ষতি হয়েছে বা কেউ তার কিছু ছিনতাই করেছে। কিন্তু এটা খুবই অপ্রফেশনাল। সে কখনই কিছু শিখতে পারবে না। তার কমন সেন্স এবং ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতি আছে।’

আগামীকাল সুপার এইটের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮ টায়।

খেলার দুনিয়া | ফলো করুন :