সবাইকে ছাড়িয়ে যাওয়ার পথে ফারুকী
বরাবরই বোলিংয়ে বেশ শক্তিশালী আফগানিস্তান। তবে তাদের সেই শক্তির জায়গাটা এতদিন অবধি ছিল কেবল স্পিন নির্ভর। উইকেট পাওয়া কিংবা ম্যাচে জয় পেতে নির্ভর করতে হতো রশিদ খান, মুজিব উর রহমান কিংবা মোহাম্মদ নবীর ওপর। সেই চিত্রটা এবার পাল্টে দিয়েছেন ফজল হক ফারুকী। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দেখিয়েছেন নিজের দিনে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি। উগান্ডার পর নিউজিল্যান্ডকেও অনেকটা একাই গুড়িয়ে দিয়েছেন এই ফারুকী। এখন ছুটছেন বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হওয়ার পথে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তিটা শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। ২০২১/২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরের রেকর্ড ১৬ উইকেট শিকার করেছিলেন হাসারাঙ্গা। এই কীর্তি গড়তে হাসারাঙ্গা খেলেছেন ৮ ম্যাচ। বল করেছেন মোট ৩০ ওভার। অথচ চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই এই রেকর্ডের খুব কাছে চলে গিয়েছেন আফগানিস্তানের পেসার ফজল হক ফরুকী। দুই ম্যাচেই তার উইকেট সংখ্যা ৯টি।
উগান্ডার বিপক্ষে প্রথম ম্যাচে ৯ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ রান খরচায় ফারুকীর শিকার ৪ উইকেট। দলকে শুরুতে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিতে অধিনায়ক রশিদ খানের প্রধান ভরসার নাম ফারুকী। ইনিংসের প্রথম ওভারেই প্রতিপক্ষের ওপেনারদের সাজঘরে ফেরানোটাকে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন এই বাঁহাতি তরুণ পেসার। সবশেষ দুই ম্যাচেই যা করে দেখিয়েছেন ২৩ বছরের এই পেসার।
প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর আফগানিস্তানের সুপার এইট অনেকটাই নিশ্চিত। গ্রুপে এখনও আফগানিস্তানের দুটি ম্যাচ বাকি। যেই দুই ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি ও ওয়েস্ট ইন্ডিজ। যাদের মধ্যে আফগানিস্তানের চেয়ে শক্তিমত্তায় অনেকটাই পিছিয়ে পাপুয়া নিউ গিনি। তাই সেই ম্যাচে যে কি করে বসেন ফারুকী সেটাই এখন দেখার অপেক্ষা।
তাছাড়া আফগানরা সুপার এইটে পা রাখলে তাদের ম্যাচের সংখ্যা বাড়তে আরও অন্তত তিনটি। অনেকে তো এবার আফগানদের সেমিফাইনালেও দেখছেন আর সেটি হলে ম্যাচের সংখ্যা আরও বেড়ে যাবে আফগানদের। আর এই সময়ে ফারুকী চোটে না পড়লে তিনি যে নিয়মিত আফগানদের একাদশে থাকবেন সেটাই এক রকম নিশ্চিতই বলা চলে। আর তখন যে ঠিক কোথায় গিয়ে ঠেকবে ফারুকীর উইকেট সেটাই এখন দেখার অপেক্ষা...