ছক্কায় আহত সমর্থককে তাওহীদের আবেগপ্রবণ চিঠি

  • স্পেশাল করেসপন্ডেন্ট
  • ০৮:০৪ পিএম | ০৮ জুন, ২০২৪

দলকে জিতিয়ে ডালাসের হোটেলে ফিরেই মনটা বিষন্ন হয়ে ওঠে তার। হৃদয় ভাঙে তাওহীদ হৃদয়ের। তাইতো ফেসবুকেই লিখলেন আবেগপ্রবণ এক খোলা চিঠি। তার হাঁকানো ছক্কা রক্ত ঝরল সেই ক্রিকেট সমর্থকের, তাতে জানালেন সহানুভূতি!

আজ শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। লো-স্কোরিং ম্যাচে ব্যাট হাতে ব্যাটার তাওহীদ হৃদয় তোলেন ঝড়। ২ উইকেটের জয়ে পথটা দেখান যেন তিনিই। ২০ বলে ৪০ রান তুলেন। এই ইনিংসে ছিল ৪ ছক্কা ও ১টি চার। ৩টি ছক্কাই হাঁকান ওয়ানিন্দু হাসারাঙ্গার টানা ৩ বলে।

ঝড় তুলতে গিয়েই হৃদয়ের একটি ছক্কা গ্যালারি গিয়ে পড়ে এক বাংলাদেশি সমর্থকের পায়ে। বলের আঘাতে আহত হন মার্কিন প্রবাসী সেই সমর্থক।

ম্যাচ জয়ের পর এই সমর্থকের উদ্দেশে খোলা চিঠি লিখলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ডালাসের ম্যাচের পর হোটেলে ফিরে তাওহীদ জানেন যে তার হাঁকানো একটি ছক্কা গিয়ে লেগেছে এক বাংলাদেশি সমর্থকের পায়ে। বেশ আঘাত পেয়েছেন এই সমর্থক। হাঁটুর নিচে রক্তের দাগও ছিল। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই সমর্থকের উদ্দেশে একটি আবেগপ্রবণ পোস্ট লিখেছেন হৃদয়।

সেই সমর্থকের ছবি দিয়ে হৃদয় লিখেন, ‘ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে।’

প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।

অনুতপ্ত হয়ে সেই ভক্তের কষ্ট যেন ভাগ করে নিতে চাইলেন বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক। তাওহীদ লিখেন, ‘কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত...!’

নিশ্চিত করেই হৃদয়ের এমন স্ট্যাটাস দেখে মন কিছুটা হলেও ভাল হয়ে যাবে রক্তাক্ত সেই সমর্থকের!

খেলার দুনিয়া | ফলো করুন :