ওয়েস্ট ইন্ডিজ-উগান্ডা ম্যাচে কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত যত রেকর্ড 

ওয়েস্ট ইন্ডিজ-উগান্ডা ম্যাচে কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত যত রেকর্ড 

ক্যারিবীয় বোলারদের দাপটের সামনে একেবারেই টিকতে পারল না আনাড়ি উগান্ডা। ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্রেফ ৩৯ রানেই গুটিয়ে যায় তারা। এরই মধ্যে দিয়ে এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছে আফ্রিকার দলটি। যা স্বাভাবিকভাবেই চাইবে না কোনো দল। এদিকে উগান্ডার অনাখাঙ্খিত সেই রেকর্ডের ম্যাচে ১৩৪ রানের বিশাল জয়ে রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজও। 

এই প্রথম বিশ্বকাপের কোনো আসরের খেলছে উগান্ডা। সেখানে তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বোলারদের নৈপুণ্যে ৫৮ রানই গুটিয়ে যায় ব্রায়ান মাসাবার দলটি। তবে তাদের পরের ম্যাচেই পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৩ উইকেটে জিতে বিশ্বকাপে তাদের প্রথম জয়ের দেখা পেয়ে যায় উগান্ডা। তবে ক্যারিবীয় বোলারদের সামনে ফের খেই হারাল দলটি। এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডার ম্যাচে কাঙ্ক্ষিত ও অনাকাঙ্ক্ষিত সব রেকর্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ

উগান্ডার এই ৩৯ রানের সংগ্রহ টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড। এর আগে ২০১৪ সালের বাংলাদেশ আসরে শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। তবে রান রেট বিচারে শীর্ষে আছে উগান্ডাই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের জয়

উগান্ডার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়টা ১৩৪ রানের। যা আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবীয়দের সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়

১৩৪ রানের এই জয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়। এর আগে বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা, সেটিই এখন পর্যন্তও আছে শীর্ষে। 

প্রথম ক্যারিবীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ উইকেট

উগান্ডার ব্যাটারদের সঙ্গে রীতিমত ছেলেখেলা করেছেন আকিল হোসেন। এই ক্যারিবীয় স্পিনার ৪ ওভারে স্রেফ ১১ রান খরচে নিয়েছেন পাঁচ উইকেট। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ক্যারিবীয় বোলারের প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি।  

সম্পর্কিত খবর