পাক-ভারত ম্যাচ হবে তো?

পাক-ভারত ম্যাচ হবে তো?

বিশ্বকাপের সবচেয়ে আগ্রহ থাকা ম্যাচটা শুরু হতে আর ঘণ্টা ছয়েক বাকি। পাকিস্তান আর ভারত মুখোমুখি হচ্ছে টি-টোয়েন্টির বিশ্বআসরে। তবে তার ঠিক আগে ম্যাচটা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ম্যাচটা হবে তো, এই নিয়ে শুরু হয়েছে দুর্ভাবনা।

কেন? কারণটা আর কিছু নয়, প্রকৃতি। একেবারে সাম্প্রতিক নিউইয়র্কের আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, নিউইয়র্কের আকাশে ঝকঝকে রোদ নয়, আজ সারা দিন থেমে থেমে হতে পারে বৃষ্টি। 

ম্যাচটা নিউইয়র্ক সময় সকাল দশটায় শুরু হবে। অ্যাকিউওয়েদার জানাচ্ছে, বেলা ১১টা থেকে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০%।

এখানেই শেষ নয়। এই বৃষ্টি নিউইয়র্ক সময় বিকেল ৪টা পর্যন্ত চলতে পারে। মানে বাংলাদেশ সময় রাত দুটো পর্যন্ত। সে পর্যন্ত অপেক্ষা করাই যাবে না ম্যাচটার জন্য।

ফলে ম্যাচটা নিয়ে শঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও পাকিস্তান দল তাতে অখুশি হবে না আদৌ। কারণ দলটা নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। ভারত ম্যাচ থেকে একটা পয়েন্টও না পেলে বিদায়ঘণ্টা বেজে যাওয়ার খুব কাছে চলে যাবে দলটা। সে ম্যাচ ভেসে গেলে তা থেকে একটা পয়েন্ট পেয়ে গেলে তা মন্দ হয় না একেবারে।

সম্পর্কিত খবর