যে কারণে আর কেউ উগান্ডা হতে চাইবে না
এবারের বিশ্বকাপে উগান্ডা ক্রিকেট দল খেলতে এসেছে প্রথম বারের মতো। সেই দলটা নিজেদের দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছিল নিজেদের ইতিহাসের প্রথম জয়টা। তবে তার পরের ম্যাচেই দলটা এমন রেকর্ড গড়ল, যা কেউই করতে চাইবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন সংগ্রহ এখন তাদের। তবে যৌথভাবে। গায়ানায় ক্যারিবিয়ানদের বিপক্ষে তারা অলআউট হয়েছে মাত্র ৩৯ রানে। খেলেছে ১২ ওভার।
৩৯ রানে অলআউট হওয়া আরেক দল নেদারল্যান্ডস। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে এই রেকর্ডের জন্ম দেয় ডাচরা। তারা অবশ্য ব্যাট করেছিলো প্রথম ইনিংসে। খেলেছিলো ১০ ওভার তিন বল।
সর্বনিম্নের তালিকায় সেরা তিনের আরেক নামটাও ডাচরা। প্রতিপক্ষও একই। ২০২১ সালে শারজায় তারা অলআউট হয় ৪৪ রানে। ব্যাট করেছিলো ১০ ওভার।
এরপরের নামটা খানিকটা অবাক করা। ২০২১ সালে ডাচদের ৪৪ রানে অলআউট হওয়ার একদিন পরেই, দুবাইতে ক্যারিবিইয়ানদের মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়েছিলো ইংলিশরা।
তালিকার টপ ফাইভে আরও একবার আছে উগান্ডার নাম। চলতি বিশ্বকাপেই গায়ানাতে আফগানদের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটা। তবে ব্যাট করেছে ১৬ ওভার।