শুরুতে ব্যাট করলেই হারবে ভারত?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আরাধ্য ম্যাচ আজ। ভারত মুখোমুখি হচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। তবে এই ম্যাচের আগে আইসিসি জানিয়েছে কিছু মজাদার তথ্য। তারই একটা হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করলে ভারতের হারের সম্ভাবনা। সঙ্গে আরও বেশ কিছু তথ্য আছে, চলুন দেখে নেই সেসব–
১। পাকিস্তানের বিপক্ষে শেষ চার টি-টোয়েন্টিতে এক ম্যাচ জিতলে অন্য ম্যাচটা হেরেছে ভারত। সবশেষ ম্যাচে ভারত জিতেছিল। শেষ দুই ম্যাচে যে হেরেছিল ভারত, দুটো ম্যাচেই দলটা ব্যাট করেছিল শুরুতে।
২। পাকিস্তানের শুরুতে বোলিং করে জেতার হার বেশ ভালো। টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ সাত ম্যাচের ছয়টিতেই শেষে ব্যাট করে জিতেছে দলটা।
৩। যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত দুটো ম্যাচ হেরেছে, দুটোই ওয়েস্ট ইন্ডিজের কাছে। ২০১৬ সালের আগস্টে প্রথম হেরেছিল, এরপর ২০২৩ সালের আগস্টে হেরেছে অন্য ম্যাচটা।
৪। পাকিস্তান এই ম্যাচে আসছে হারের হ্যাটট্রিক নিয়ে। শেষ তিন টি-টোয়েন্টিতে হেরেছে দলটা। শেষ হারটা এসেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। শেষ বার এমন হারের বৃত্তে পড়েছে পাকিস্তান গেল বছরের শেষেই। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ এর জানুয়ারি পর্যন্ত দলটা হেরেছিল টানা ৬ ম্যাচে।
৫। ২০২৪ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানের পেসারদের স্ট্রাইক রেট ১৫.৮। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে পেসারদের এর চেয়ে ভালো স্ট্রাইক রেট নেই আর কোনো দলেরই। ভারত অবশ্য খুব বেশি পিছিয়ে নেই। ১৬.১ তাদের পেসারদের স্ট্রাইক রেট, যা আবার আছে তৃতীয় অবস্থানে।