কেমন হবে ভারত-পাকিস্তানের একাদশ?
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত আর পাকিস্তান। তার আগে দুই দলের পরিস্থিতি পুরোপুরি উল্টো। ভারত যেখানে প্রথম ম্যাচে জিতে আছে ফুরফুরে মেজাজে, সেখানে পাকিস্তান প্রথম ম্যাচে হেরে আছে খাদের কিনারে।
ভারত নিজেদের প্রথম ম্যাচে খেলেছে একেবারে নিখুঁত ক্রিকেট। বোলাররা বল হাতে আলো ছড়িয়েছেন, প্রতিপক্ষকে বেধে রেখেছেন দারুণ দক্ষতায়। এরপর ব্যাটাররাও কোনোপ্রকার সুযোগ দেননি আইরিশদের কামব্যাকের।
এমন পারফর্ম্যান্সের পর কোনো দলই তাদের উইনিং কম্বিনেশনটা ভাঙতে চায় না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ভারতও হাঁটবে সে পথেই। দলে কোনো পরিবর্তন আসবে না আজ। খেলবে প্রথম ম্যাচের একাদশটা নিয়েই।
তবে পাকিস্তানের পরিস্থিতিটা এমন নয়। ব্যাটারদের অনেকে রানের দেখা পাননি। এরপর বোলাররাও ভুগেছেন বেশ করে। ফলে দলে পরিবর্তন আসাটা অত্যাবশ্যক। পাকিস্তানও হাঁটবে ওই পথেই।
তবে সে পরিবর্তনটা খুব বেশি নয়। একটা জায়গায় হতে পারে। আজম খানকে বেঞ্চে রেখে আসতে পারে বাবর আজমের দল। তার জায়গায় আসতে পারেন ইমাদ ওয়াসিম। প্রথম ম্যাচে তিনি চোটের কারণে খেলতে পারেননি। পাঁজরের চোটটা সেরে উঠলে শেষ সময়ে তাকে খেলানোর সিদ্ধান্ত নিতে পারে পাক টিম ম্যানেজমেন্ট।
ভারতের সম্ভাব্য একাদশ–
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, যশপ্রীত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ–
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (বাবর আজম), উসমান খান, ফাখার জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফ।