পাক-ভারত ম্যাচের পিচ কেমন হবে?

পাক-ভারত ম্যাচের পিচ কেমন হবে?

ভারত-পাকিস্তান মহারণ আর কিছুক্ষণ পরই শুরু। তার আগে বেশ কিছু বিষয় নিয়ে আলাপ হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে পিচ। নাসাউ ক্রিকেট কাউন্টি স্টেডিয়ামের পিচ নিয়ে কথা উঠেছে আগেও। আজও সে প্রশ্ন উঠছে, উইকেটটা কেমন হবে?

স্টেডিয়ামটা দুই মাস আগেও মোটাদাগে অস্তিত্বহীনই ছিল। তাড়াহুড়ো করে বানানো হয়েছে শেষ সময় এসে। মাঠে লাগানো হয়েছে ড্রপ ইন পিচ, যা বানানো হয়েছে ফ্লোরিডায়, এরপর তা বয়ে নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কে। তাড়াহুড়োর ফলটা পাচ্ছে এই পিচ, মান নেমে গেছে মানদণ্ডেরও অনেক নিচে।  

এই সেই মাঠ যেখানে শ্রীলঙ্কা ৭৭ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সেদিন খেলাটা হয়েছিল ১ নম্বর পিচে। এরপর ৪ নম্বর পিচে আয়ারল্যান্ডকে ভারত ৯৬ রানে বেধে রেখেছে। সে ম্যাচে অসমান বাউন্সের কারণে বাউন্সারের একাধিক আঘাত সহ্য করতে হয়েছে রোহিত শর্মা আর ঋষভ পান্তকে। অননুমেয় বাউন্সের সঙ্গে আছে অতিমাত্রায় সিম মুভমেন্ট, সঙ্গে শম্ভুকগতির আউটফিল্ড তো আছেই। এমন সমালোচনার পর আইসিসিও এ বিষয়ে বিবৃতি দিয়েছে, বলেছে বিষয়টার সমাধানের জন্য কাজ চলছে।

শুক্রবারে কানাডা এই মাঠে প্রথম দল হিসেবে তিন অঙ্ক ছোঁয়। ৪ নম্বর পিচে ১৩৭ রান করে ১২ রানে জেতে দলটা। এরপর কাল রাতে দক্ষিণ আফ্রিকা ১০৩ রানে নেদারল্যান্ডসকে বেধে রাখলেও ১২ রানে ৪ উইকেট খুইয়ে বসেছিল। ম্যাচটা হয়েছিল ‘ফ্রেশ’ পিচে, ২ নম্বর উইকেটে। 

ভারত আর পাকিস্তানের ম্যাচটা আজ হতে যাচ্ছে ২ কিংবা ৪, দুই পিচের কোনো একটাতে। পেসাররা সহায়তা পাবেন এখানে। দুই দলেই আছে বিশ্বসেরা পেসারদের উপস্থিতি। পাকিস্তানে যেমন শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহরা আছেন, ঠিক তেমনি ভারতে আছেন যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া আর আরশদীপ সিংরা। ফলে ম্যাচটা বেশ রোমাঞ্চের আভাসই দিচ্ছে বৈকি। 

 

সম্পর্কিত খবর