লিটনের ব্যাটিং পছন্দ হয়নি তামিমের

লিটনের ব্যাটিং পছন্দ হয়নি তামিমের

শ্বাসরুদ্ধকর এক ম্যাচ শেষে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে জয়ের আনন্দ ছাপিয়ে এখনো টাইগারদের দুর্বলতার জায়গা হচ্ছে ব্যাটিং, বিশেষ করে টপঅর্ডার। টপঅর্ডার ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা যেন কাটছেই না।

ব্যাট হাতে বাজে ফর্মে থাকা লিটন এদিন খেলেছেন ৩৮ বলে ৩৬ রানের ইনিংস। স্ট্রাইক রেট ভাল না হলেও অন্তত উইকেট ধরে রেখে খেলার চেষ্টা করেছেন তিনি এমনটা বলছেন অনেকেই। তবে তার এই ধীরগতির ব্যাটিংয়ের সমালোচনা করলেন সাবেক টাইগার ওপেনার তামিম ইকবাল।

ইএসপিএনক্রিকইনফোর এক অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘আমাদের আক্রমণাত্মক হওয়ার একটা সুযোগ ছিল। হ্যাঁ, শুরুতেই আমাদের এক-দুইটা উইকেট পড়েছে, এরপরও লিটনের সুযোগ ছিল আরেকটু আক্রমণাত্মক খেলার। ও খুবই নিরাপদে খেলেছে, এটা আমি উপভোগ করিনি। শুধু একজন ব্যাটারের কথা বলছি না, পুরো দলের কথা বলছি।’

এমনকি বাংলাদেশের রান তাড়া করার ধরনটিও তামিমের মনে ধরেনি, ‘বাংলাদেশ যেভাবে রান তাড়া করেছে, সেটা আমি উপভোগ করিনি। উইকেটের বিষয়ে কথা বলছি না। টি-টোয়েন্টিতে ১২০-১২৫ রান খুবই কঠিন স্কোর না।’

তবে জয়ের দিনের অন্যতম নায়ক তাওহিদ হৃদয়কে ধন্যবাদ জানাতে ভুলেননি তামিম, ‘অনেক কৃতিত্ব তাওহিদ হৃদয়কে। ওর ২০ বলে ৪০ রানের ইনিংস দেখলে মনে হয় সে জয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছে।’

সম্পর্কিত খবর