‘পাকিস্তান বিশ্বাস করে না যে তারা জিততে পারে’
সোমবার রাতে চলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষনীয় ও হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। যেখানে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিয়েছে ভারত। সহজ ম্যাচ হারায় পাকিস্তানের খেলোয়াড়দের হতে হচ্ছে নানা সমালোচনার শিকার। এবার তাদের কট্টর সমালোচনা করলেন সাবিক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।
পেসারদের নৈপুণ্যে ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডারকে গুঁড়িয়ে দিয়ে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই মাত্র ১১৯ রানে রোহিত-কোহলিদের ইনিংসের সমাপ্তি ঘটায় পাকিস্তান। ম্যাচ জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১২০ বলে মাত্র ১২০ রান, যেটি করতেও ব্যর্থ হয় তারা। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১১৩ রানে থামে পাকিস্তানের ইনিংস।
ভারতের বোলাররা যতই ভাল হোক কিংবা নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ যতই খারাপ হোক না কেন, এই স্বল্প রান তাড়া করে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিবে, এমন আশায় ছিলেন দলের খেলোয়াড়, সমর্থক এবং মাঠভর্তি দর্শকরাও। কিন্তু ভারতের বোলিং তোপের মুখে অসহায়ত্ব প্রকাশ পায় পাকিস্তানের।
এটিকে ব্যর্থতাই বলছেন মাইকেল ভন। যদিও ম্যাচটাকে বেশ উপভোগ্য মনে হয়েছে তার কাছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মাঝেমধ্যে খারাপ পিচও সেরা ম্যাচ উপহার দিতে পারে, এটা তার একটা উদাহরণ। পাকিস্তান বিশ্বাস করতে পারে না যে, তারাও জিততে পারে। ব্যাপারটা সহজ।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাঈদ আজমল বলেছেন, ‘পাকিস্তান হতাশাজনকভাবে শেষ করেছে। বোলিং লাইনআপ ভালোই করেছিল, কিন্তু ব্যাটিং সাইড হতাশাজনক পারফরম্যান্স করেছে। শট সিলেকশন খুব বাজে ছিল। ম্যাচটা পাকিস্তানের জেতার কথা, কিন্তু তারা পারেনি।’
চলতি টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হেরে সুপার এইট থেকে ছিটকে যাওয়ার পথে আছে বাবর আজমের দল। নিজেদের গ্রুপে শীর্ষ দুইয়ে থাকতে হলে পরের দুটি ম্যাচে জয় ছাড়াও পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ওপর। ভাগ্য সহায় হলে সমীকরণের বাঁধা ডিঙ্গিয়েই কেবল তারা পরের রাউন্ডে খেলার স্বপ্ন দেখতে পারে।