পাকিস্তানকে সুপার এইটে যেতে কী করতে হবে?
যুক্তরাষ্ট্রের কাছে হারের পর থেকেই ব্যাকফুটে ছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসটা সমৃদ্ধ নয় তাদের। সেটা মাথায় রাখলে তো বটেই। বাবর আজমরা সে ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটালেন কাল। ভারতের কাছে জেতা খেলায় হেরে বসলেন।
এই হারের ফলে বিদায়ের খুব কাছেই চলে গেছে পাকিস্তান। তবে এখনও তাদের সুপার এইটের আশা শেষ হয়ে যায়নি। তাদের আশা টিকে আছে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে।
আগে চলুন গ্রুপের চেহারাটা দেখে নেওয়া যাক। ‘এ’ গ্রুপে ভারত ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে, দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রও দুই ম্যাচে চার পয়েন্ট জিতে নিয়েছে। তিনে থাকা কানাডার পয়েন্ট ২ ম্যাচে ২। পাকিস্তান আর আয়ারল্যান্ড এখনও খাতাই খুলতে পারেনি।
এই পরিস্থিতিতেও পাকিস্তানের আশাটা শেষ হয়ে যায়নি। অনেক যদি কিন্তু মিলে গেলে এরপরই পাকিস্তান যেতে পারবে শেষ আটে। বাবররা তাদের পরের দুই ম্যাচ কানাডা আর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন। আগামী ১১ আর ১৬ জুনের ওই দুই ম্যাচে জিততেই হবে তাদের। তাও আবার বিশাল ব্যবধানে জিততে হবে দলটাকে। এই ম্যাচগুলোর সঙ্গে অন্য দলের ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
ভারতকে তাদের বাকি দুই ম্যাচে কানাডা ও যুক্তরাষ্ট্রকে হারাতে হবে। মাঝে যুক্তরাষ্ট্রকে হারতে হবে আয়ারল্যান্ডের কাছে। এই পাঁচ ম্যাচের সমীকরণ নিজেদের পক্ষে এলে, সঙ্গে নেট রান রেটটা অনেক বড় হলে তবেই পাকিস্তান খেলতে পারবে সুপার এইটে।